ETV Bharat / bharat

স্বাতী মালিওয়ালকে রাজ্যসভার জন্য মনোনীত করল আপ, তালিকায় নাম রয়েছে ধৃত সঞ্জয় সিংয়েরও

Swati Maliwal: দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে রাজ্যসভায় পাঠাচ্ছে আপ ৷ তাঁর সঙ্গে রাজ্যসভায় দিল্লির আরও দু’টি আসনের জন্য তারা সঞ্জয় সিং ও এনডি গুপ্তাকে দ্বিতীয়বারের জন্য সংসদের উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ৷

Swati Maliwal
Swati Maliwal
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 5:54 PM IST

নয়াদিল্লি, 5 জানুয়ারি: আম আদমি পার্টি (আপ) শুক্রবার দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনীত করেছে ৷ আগামী 19 জানুয়ারি ওই নির্বাচন হতে চলেছে ৷ এছাড়া রাজ্যসভার দুই সাংসদ সঞ্জয় সিং ও এনডি গুপ্তাকে দ্বিতীয়বারের জন্য সংসদের উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল ৷ এ দিন আপের রাজনৈতিক বিষয়ক কমিটি (পিএসি) এই মনোনয়ন নিয়ে ঘোষণা করেছে ।

যাঁর জায়গায় স্বাতী মালিওয়াল রাজ্যসভার সাংসদ হতে চলেছেন, তিনি হলেন সুশীল কুমার গুপ্ত ৷ তাঁর সাংসদ পদের মেয়াদ এই মাসে শেষ হবে ৷ আপ সূত্রে খবর, তিনি আর রাজ্যসভায় যেতে আগ্রহী নন ৷ বদলে তিনি হরিয়ানার রাজনীতিতে মন দিতে চান ৷ চলতি বছরের শেষের দিকে হরিয়ানায় বিধানসভা ভোট ৷ সেখানে আম আদমি পার্টি লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে ৷ সেই কারণে তিনি ওই রাজ্যের রাজনীতিতে মন দিতে চান বলে জানিয়েছেন ৷

যদিও এই মনোনয়নের খবরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে স্বাতী মালিওয়াল ও সঞ্জয় সিংকে নিয়ে ৷ একদিকে দিল্লি মহিলা কমিশনের প্রধান হিসেবে স্বাতী মালিওয়াল বারবার প্রতিবাদী চরিত্র হিসেবে সামনে এসেছেন ৷ ফলে রাজ্যসভাতেও তাঁর ভূমিকা কেমন হবে, সেটাও নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে ৷

অন্যদিকে সঞ্জয় সিং দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ তাঁকেই আবার প্রার্থী করছে আম আদমি পার্টি ৷ জেলে থাকার কারণে মনোনয়ন জমা দেওয়ার জন্য আদালতের অনুমতি প্রয়োজন সঞ্জয় সিং ৷ সেই কারণে তিনি আগেই আদালতে আবেদন করেছিলেন ৷ বিশেষ বিচারক এমকে নাগপাল তাঁকে মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দিয়েছেন ৷ গত 2 জানুয়ারি এই নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৷ মনোনয়নের শেষদিন 9 জানুয়ারি ৷

আরও পড়ুন:

  1. মণিপুরে নির্যাতিতাদের পরিবারের পাশে নেই রাজ্য সরকার , অভিযোগ স্বাতীর
  2. 'সঞ্জয় সিং-এর গ্রেফতারি স্বৈরতন্ত্র', বিজেপির সদর দফতরের বাইরে বিক্ষোভে আপ
  3. জোটে থেকেও কংগ্রেসকে আক্রমণ কেজরিওয়ালের !

নয়াদিল্লি, 5 জানুয়ারি: আম আদমি পার্টি (আপ) শুক্রবার দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনীত করেছে ৷ আগামী 19 জানুয়ারি ওই নির্বাচন হতে চলেছে ৷ এছাড়া রাজ্যসভার দুই সাংসদ সঞ্জয় সিং ও এনডি গুপ্তাকে দ্বিতীয়বারের জন্য সংসদের উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল ৷ এ দিন আপের রাজনৈতিক বিষয়ক কমিটি (পিএসি) এই মনোনয়ন নিয়ে ঘোষণা করেছে ।

যাঁর জায়গায় স্বাতী মালিওয়াল রাজ্যসভার সাংসদ হতে চলেছেন, তিনি হলেন সুশীল কুমার গুপ্ত ৷ তাঁর সাংসদ পদের মেয়াদ এই মাসে শেষ হবে ৷ আপ সূত্রে খবর, তিনি আর রাজ্যসভায় যেতে আগ্রহী নন ৷ বদলে তিনি হরিয়ানার রাজনীতিতে মন দিতে চান ৷ চলতি বছরের শেষের দিকে হরিয়ানায় বিধানসভা ভোট ৷ সেখানে আম আদমি পার্টি লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে ৷ সেই কারণে তিনি ওই রাজ্যের রাজনীতিতে মন দিতে চান বলে জানিয়েছেন ৷

যদিও এই মনোনয়নের খবরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে স্বাতী মালিওয়াল ও সঞ্জয় সিংকে নিয়ে ৷ একদিকে দিল্লি মহিলা কমিশনের প্রধান হিসেবে স্বাতী মালিওয়াল বারবার প্রতিবাদী চরিত্র হিসেবে সামনে এসেছেন ৷ ফলে রাজ্যসভাতেও তাঁর ভূমিকা কেমন হবে, সেটাও নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে ৷

অন্যদিকে সঞ্জয় সিং দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ তাঁকেই আবার প্রার্থী করছে আম আদমি পার্টি ৷ জেলে থাকার কারণে মনোনয়ন জমা দেওয়ার জন্য আদালতের অনুমতি প্রয়োজন সঞ্জয় সিং ৷ সেই কারণে তিনি আগেই আদালতে আবেদন করেছিলেন ৷ বিশেষ বিচারক এমকে নাগপাল তাঁকে মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দিয়েছেন ৷ গত 2 জানুয়ারি এই নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৷ মনোনয়নের শেষদিন 9 জানুয়ারি ৷

আরও পড়ুন:

  1. মণিপুরে নির্যাতিতাদের পরিবারের পাশে নেই রাজ্য সরকার , অভিযোগ স্বাতীর
  2. 'সঞ্জয় সিং-এর গ্রেফতারি স্বৈরতন্ত্র', বিজেপির সদর দফতরের বাইরে বিক্ষোভে আপ
  3. জোটে থেকেও কংগ্রেসকে আক্রমণ কেজরিওয়ালের !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.