বেঙ্গালুরু (কর্নাটক), 13 মার্চ : আধার কার্ড, যা বেশিরভাগই একজন ব্যক্তির পরিচয়ের জন্য ব্যবহৃত হয়, একজন মাকে তাঁর বিশেষভাবে সক্ষম ছেলের সঙ্গে পুনরায় মিলিত হতে সাহায্য করল ৷
19 বছর বয়সী বিশেষভাবে সক্ষম ভরথ, যাকে ছয় বছর আগে নাগপুর রেলস্টেশনে পাওয়া গিয়েছিল ৷ আধার কার্ডের দৌলতে কর্নাটকে মায়ের সঙ্গে পুনরায় মিলিত হল ছেলে (Aadhaar Card Helps Missing Boy to Reunite With His Mother After Six Years) ।
জানা গিয়েছে, ভরথের মা পার্বথাম্মা একজন সবজি বিক্রেতা ৷ ছয় বছর আগে পার্বথাম্মা তাঁর ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলেন । পরে তাকে টিফিন কেনার জন্য টাকা দেন । টিফিন কিনে ফেরার সময় ভরথ আর তার গন্তব্য খুজে পাননি এবং ইলাহাঙ্কা রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে উঠে পড়েন এবং পরে নাগপুরে নেমে যান ।
21 অক্টোবর, 2016-এ যখন তাকে নাগপুর রেলওয়ে স্টেশনে পাওয়া যায় তখন ভরথের বয়স ছিল 13 বছর । সে শুধুমাত্র রেলের কর্মকর্তাদের কাছে তার নাম বলতে পারেন । রেলওয়ে কর্তৃপক্ষ তাকে সেখানকার সরকারি সিনিয়র বয়েজ অনাথ আশ্রমে হস্তান্তর করে।
ঘটনাচক্রে অনাথ আশ্রমের কাউন্সেলর মহেশ রনদিভ চলতি বছরের জানুয়ারি মাসে ভরথের জন্য একটি আধার কার্ড করতে নাগপুরে একটি আধার সেবাকেন্দ্রের (ASK) কাছে গিয়েছিলেন ৷ কিন্তু সিস্টেম তার আবেদন প্রত্যাখ্যান করেন ৷ কারণ আগে থেকেই তার ব্যাপারে তথ্য ছিল সিস্টেমে, বলেন আধার সেবাকেন্দ্রের ম্যানেজার অনিল মারাঠে ৷
“যাচাই করার সময়, আমরা দেখতে পাই যে এই বিবরণ সহ একটি আধার কার্ড ইতিমধ্যেই বেঙ্গালুরুর বাসিন্দা ভরথকুমার বিসির নামে আছে । এটি 2012 সালে তৈরি করা হয়েছিল,” মারাঠে বললেন ।
আরও পড়ুন : Sex in Promise of Marriage : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে আদালতের দ্বারস্থ এক মহিলা
সেই সূত্র ধরেই কর্তৃপক্ষ তার মাকে খুঁজে বের করে এবং ইলাহাঙ্কায় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে । তার বাবা মারা গিয়েছেন কয়েক বছর আগে।
9 মার্চ ছেলেটি তার মায়ের সঙ্গে পুনরায় মিলিত হয় (Aadhaar Card Reunites Mother Son) । মারাঠে জানান যে, তাঁর জানা এটি পঞ্চম ঘটনা ৷ যেখানে আধারের মাধ্যমে নিখোঁজ শিশুর সঙ্গে পরিবারের পুনর্মিলন ঘটল ।