দেওঘর, 11 এপ্রিল : ত্রিকূট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনায় বায়ু সেনার উদ্ধারকার্যের সময় রোপওয়ে থেকে পড়ে গেলেন এক ব্যক্তি (A tourist fell from ropeway during rescue operation in Trikut Hills) ৷ এই ঘটনার ভিডিয়োও সামনে এসেছে ৷ সেখানে দেখা গিয়েছে, পাহাড়ের মাঝে আটকে পড়া রোপওয়ে থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হেলিকপ্টারের কাছে নিয়ে আসা হয়, কিন্তু হলিকপ্টারে ওঠার সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে যান ৷ গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
এই রোপওয়ে দুর্ঘটনায় এখনও পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে (death in ropeway accident) ৷ 10 জন আহত হয়েছেন ৷ পাহাড়ার মাঝে ঝুলন্ত 12টি রোপওয়ে ট্রলিতে আটকে রয়েছেন আরও 22 জন ৷ সোমবার সন্ধ্যে পর্যন্ত 22 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছে বায়ুসেনা ৷ তবে অন্ধকার নেমে আসায় আপাতত উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে ৷ মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হবে উদ্ধারকাজ ৷
আরও পড়ুন : ত্রিকূটে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা, মৃত 2 ; 2500 ফিট উপরে ঝুলছেন 32 জন
রবিবার ঝাড়খণ্ডের ত্রিকূট পাহাড়ে ঝুলন্ত অবস্থায় রোপওয়ের কয়েকটি ট্রলি পরস্পরের সঙ্গে ধাক্কা খায় ৷ যার ফলে সেখানকার পুরো রোপওয়ে পরিবহণ ব্যবস্থায় ক্ষতিগ্রস্থ হয় ৷ মাঝ পথেই বন্ধ হয়ে যায় রোপওয়ে ট্রলি চলাচল ৷ আর তার জেরেই ঝুলন্ত রোপওয়ে ট্রলিতে ত্রিকূট পাহাড়ের মাঝে আটকে পরেন পর্যটকরা (Trikut Hills ropeway accident) ৷