ভদ্রদি (তেলাঙ্গানা), 9 মার্চ: বর্তমান সমাজে একসঙ্গে দুই মহিলাকে ভালোবাসা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ ছেলেরাও এই বিষয়ে বেশ সতর্ক ৷ যাতে এক বান্ধবী থাকার কথা অন্যজন ঘুণাক্ষরেও জানতে না-পারে, সন্দেহ না-করে তার জন্য সাবধানে থাকে ৷ কিন্তু এক যুবক খুব স্মার্টলি চিন্তা করেছিলেন ৷ তাঁর দু'টি মেয়েকে পছন্দ ছিল ৷ এই পছন্দের কথা দুই মেয়েকে একইসঙ্গে জানিয়েওছিলেন (Viral Video of Double Marriage)৷ বলেছিলেন একইসঙ্গে দু'জনের প্রেমে পড়া কোনও ভুল কাজ নয় ৷ এরপর মেয়ে দু'টিও যুবককে ভালোবাসতে শুরু করে ৷ তাঁকে ছেড়ে যেতে না পারায় নিজেদের সঙ্গে আপোস করে ৷ এরপর দু'টি মেয়ের সঙ্গে সহবাস করায় দুই সন্তানের বাবা হন ওই যুবক ৷ অবশেষে একই মণ্ডপে সাত পাকে বাঁধা পড়লেন তিনজন ৷ এই ঘটনা বিদেশে নয়, ঘটেছে তেলাঙ্গানার ভদ্রদি জেলার কোঠাগুড়েমে (Telangana News)৷
সম্প্রতি এরকমই একটি তেলুগু ছবিটি কাত্তুভাকুল্লা রেন্ডু কাধাল (Kaathuvaakula Rendu Kaadhal ) নামে মুক্তি পায় ৷ এই সিনেমার নায়ক বিজয় সেতুপতি নয়নতারা ও সামান্থা দু'জনকেই ভালোবাসতেন ৷ বিষয়টি দু'জনকে জানিয়ে তাঁদের বিয়ে করতে চেয়েছিলেন নায়ক ৷ এই নিয়ে দুই নায়িকাও ঠিকই ছিল কিন্তু শেষ পর্যন্ত বিয়ে ভেঙে যায় ৷ দুই নায়িকায় হাত মিলিয়ে চলে যায় ৷ বেচারা নায়ক দুই প্রেমকেই হারিয়ে ফেলেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন : ভিনজাতে বিয়ে করায় দম্পতিকে 6 লক্ষ টাকা জরিমানা ও বয়কট !
বছরের পর বছর ধরে আমরা ভাবতাম এই ধরনের জিনিস কেবল সিনেমাতেই সম্ভব ৷ কিন্তু এখন সময় বদলেছে ৷ ভদ্রদি জেলার কোঠাগুড়েমের চরলা মণ্ডলের ইররাবোরু গ্রামের মুতটিয়া ও রমা লক্ষ্মীর দ্বিতীয় ছেলে সত্তিবাবু ৷ যদি উপজাতীয় বর্ণের যুবক-যুবতিরা একে অপরকে পছন্দ করে তাহলে প্রত্যেকের সহবাসের সম্ভাবনা রয়েছে ৷ সুতরাং, এরপর তাঁরা পরিবারের বড়দের বোঝায় ও বিয়ে করে ৷ ইন্টারে পড়ার সময় দোসেলাপল্লি গ্রামের স্বপ্না কুমারীর প্রেমে পড়েন সত্তিবাবু ৷
একই সঙ্গে পাশের লাইনে থাকা সুনীতাকেও পছন্দ ছিল সত্তির ৷ বিগত তিন বছর ধরে দু'জনের সঙ্গেই বসবাস করছিলেন ৷ এই সময়ে স্বপ্না একটি কন্যা ও সুনীতা একটি পুত্র সন্তানের জন্ম দেয় ৷ এই ঘটনার পর যুবতিদ্বয়ের বাবা-মা বিয়ের কথা বললে সত্তি জানান তিনি দু'জনকেই ভালোবাসেন এবং দু'জনকেই বিয়ে করতে চান ৷ তাঁর এই সিদ্ধান্তে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷ দুই যুবতিকে বিয়ে করতে রাজি হওয়ায় তাঁরা পঞ্চায়েতের প্রবীণদের কাছে যান ৷ এরপর গ্রামের বড়দের উপস্থিতিতে একটি পঞ্চায়েত বৈঠক ডাকা হয় ৷ সেখানে তিনজনের ইচ্ছে জানতে চাওয়া হলে তাঁদের মত অনুযায়ী বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেইমতো বৃহস্পতিবার সকাল 7টায় তিনজনের বিয়ে হওয়ার কথা ছিল (A Man Married Two Women at the Same Time)৷ বুধবার সোশাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁদের বিয়ের আমন্ত্রণ পত্র (Viral Video)৷ বিষয়টি রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ৷ তবে কোনও সমস্যা যাতে না-হয় তাই বুধবার রাতেই সত্তিবাবু ওই দুই যুবতিকে বিয়ে করেন ৷
আরও পড়ুন : রয়েছে স্ত্রী, পুত্র-কন্যা ! ফের বিয়ে যুবকের, নতুন স্ত্রীকে বেধড়ক মার প্রথম স্ত্রী'র