ETV Bharat / bharat

Daily Corona Report of India: 126 দিন পর দেশে করোনায় আক্রান্ত 843, মৃত 4 - করোনাভাইরাস

126 দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 800 জনের গণ্ডী (Daily Corona Report of India) ! গত 24 ঘণ্টায় আক্রান্ত হলেন 843 জন ৷ প্রাণ গেল চারজনের ৷

843 people being tested Positive for Coronavirus in India After 126 Days
ফাইল ছবি
author img

By

Published : Mar 18, 2023, 2:04 PM IST

নয়াদিল্লি, 18 মার্চ: দেশে কি আবারও ফিরছে করোনা আতঙ্ক ! এমন আশঙ্কার নেপথ্য়ে রয়েছে দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা (Daily Corona Report of India) ৷ তথ্য বলছে, পাক্কা 126 দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 800 জনের গণ্ডী ! শনিবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতেই একথা জানানো হয়েছে ৷ ওই তথ্য অনুসারে, ভারতে সক্রিয় করোনা রোগীর (Active Corona Patient in India) বর্তমান সংখ্যা 5 হাজার 389 ৷

শেষ 24 ঘণ্টার রিপোর্টে সারা দেশে নতুন করে 843 জনের শরীরে করোনাভাইরাস (Coronavirus) বা কোভিড-19 (Covid-19)-এর উপস্থিতি প্রমাণিত হয়েছে ৷ এর জেরে সামগ্রিকভাবে ভারতে (এখনও পর্যন্ত) করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4 কোটি 46 লক্ষ 94 হাজার 349 জন ৷ ভাইরাসের কবলে পড়ে এখনও পর্যন্ত এদেশে মৃত্যু হয়েছে 5 লক্ষ 30 হাজার 799 জনের ৷ এর মধ্য়ে চারজন প্রাণ হারিয়েছেন গত 24 ঘণ্টার মধ্যে ৷ উল্লেখ্য, প্রতিদিন সকাল আটটায় ভারতের দৈনিক করোনা রিপোর্ট 'আপডেট' করা হয় ৷

শেষ 24 ঘণ্টায় যে চারজন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁদের মধ্যে দু'জন কেরালা, একজন মহারাষ্ট্র এবং আরও একজন ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন ৷ শনিবার সকাল আটটা পর্যন্ত পাওয়া ওই রিপোর্টে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা 5 হাজার 839 ৷ যা মোট সংক্রমণের 0.01 শতাংশ ৷ বর্তমানে ভারতে করোনা থেকে সেরে ওঠার হার বেড়ে হয়েছে 98.80 শতাংশ ৷ স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটেই এই সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে ৷

আরও পড়ুন: রাজ্যে ফের করোনার হদিশ ! কলকাতা থেকে ফিরতেই 'পজিটিভ' মালদা মেডিক্যালের ছাত্র

এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন 4 কোটি 41 লক্ষ 58 হাজার 161 জন ৷ বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার 1.19 শতাংশ ৷ স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত কোভিড টিকার 220.64 কোটি ডোজ দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 18 মার্চ: দেশে কি আবারও ফিরছে করোনা আতঙ্ক ! এমন আশঙ্কার নেপথ্য়ে রয়েছে দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা (Daily Corona Report of India) ৷ তথ্য বলছে, পাক্কা 126 দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 800 জনের গণ্ডী ! শনিবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতেই একথা জানানো হয়েছে ৷ ওই তথ্য অনুসারে, ভারতে সক্রিয় করোনা রোগীর (Active Corona Patient in India) বর্তমান সংখ্যা 5 হাজার 389 ৷

শেষ 24 ঘণ্টার রিপোর্টে সারা দেশে নতুন করে 843 জনের শরীরে করোনাভাইরাস (Coronavirus) বা কোভিড-19 (Covid-19)-এর উপস্থিতি প্রমাণিত হয়েছে ৷ এর জেরে সামগ্রিকভাবে ভারতে (এখনও পর্যন্ত) করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4 কোটি 46 লক্ষ 94 হাজার 349 জন ৷ ভাইরাসের কবলে পড়ে এখনও পর্যন্ত এদেশে মৃত্যু হয়েছে 5 লক্ষ 30 হাজার 799 জনের ৷ এর মধ্য়ে চারজন প্রাণ হারিয়েছেন গত 24 ঘণ্টার মধ্যে ৷ উল্লেখ্য, প্রতিদিন সকাল আটটায় ভারতের দৈনিক করোনা রিপোর্ট 'আপডেট' করা হয় ৷

শেষ 24 ঘণ্টায় যে চারজন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁদের মধ্যে দু'জন কেরালা, একজন মহারাষ্ট্র এবং আরও একজন ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন ৷ শনিবার সকাল আটটা পর্যন্ত পাওয়া ওই রিপোর্টে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা 5 হাজার 839 ৷ যা মোট সংক্রমণের 0.01 শতাংশ ৷ বর্তমানে ভারতে করোনা থেকে সেরে ওঠার হার বেড়ে হয়েছে 98.80 শতাংশ ৷ স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটেই এই সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে ৷

আরও পড়ুন: রাজ্যে ফের করোনার হদিশ ! কলকাতা থেকে ফিরতেই 'পজিটিভ' মালদা মেডিক্যালের ছাত্র

এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন 4 কোটি 41 লক্ষ 58 হাজার 161 জন ৷ বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার 1.19 শতাংশ ৷ স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত কোভিড টিকার 220.64 কোটি ডোজ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.