আলিগড়, 29 ডিসেম্বর: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রৌঢ় ৷ উত্তরপ্রদেশের আলিগড়ে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ৷ স্থানীয় জেলা হাসপাতালে চিকিৎসাধীন বছর বারোর ওই নাবালিকা ৷ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে প্রলোভোন দেখিয়ে ওই নাবালিকাকে নির্যাতন করেছে অভিযুক্ত ৷
পুলিশ সূত্রে খবর, ওই প্রৌঢ় নির্যাতিতার বাড়ির পাশে একটি সেলাই মেশিন সারানোর দোকান চালায় ৷ সম্প্রতি নাবালিকার মায়ের মৃত্যু হয়েছে ৷ তাই সে ঠাকুমার সঙ্গে থাকত ৷ তার বাবা একটি কারখানায় কাজ করেন ৷ আর্থিক দিক থেকে নাবালিকার পরিবারটি বেশ অস্বচ্ছল ৷ ঘটনার দিন সকালে নবালিকা বাড়ির বাইরে খেলছিল ৷
অভিযোগ, সেখানেই তার উপর যৌন নির্যাতন করে ৷ হঠাৎই ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেয় ৷ এরপরই অসুস্থ অবস্থায় দেখে নাবালিকার ঠাকুমা তাকে জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনা খুলে বলে ৷ নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ ৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে ৷
এর আগেও দেশের সবচেয়ে বড় রাজ্যে ধর্ষণ ও গণধর্ষণে একাধিক ঘটনা নিয়ে দেশজুড়ে চর্চা হয়েছে। বিভিন্ন ঘটনায় প্রশ্ন উঠেছে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও। তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বরাবরই এই ধরনের ঘটনা কড়া হাতে দমন করার নির্দেশ দিয়েছেন। তাতে কাজের কাজ হয়েছে অনেকটাই। তবে এখনও যে পুরোটা করা সম্ভব হয়নি সেই প্রমাণও পাওয়া যায় কখনও কখনও।
আরও পড়ুন: