ETV Bharat / bharat

Kerala Road Accident: স্কুলবাসের সঙ্গে অটোর সংঘর্ষ, প্রাণ গেল একই পরিবারের 4 মহিলার - একই পরিবারের 5 জনের মৃত্যু

মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ল একই পরিবারের পাঁচ মহিলা সদস্যের ৷ স্কুলবাসের সঙ্গে অটো রিকশার সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে কেরলের কাসারাগড় জেলার বাদিয়াদকাতে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 10:33 PM IST

Updated : Sep 26, 2023, 6:35 AM IST

কাসারাগড়, 25 সেপ্টেম্বর: স্কুলবাসের সঙ্গে অটো রিকশার সংঘর্ষে মৃত্যু হল পাঁচজনের ৷ সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে কেরলের কাসারাগড় জেলার বাদিয়াদকাতে ৷ জানা গিয়েছে, অটো রিকশাতে চালক ছাড়াও 4 জন যাত্রী ছিল ৷ যাঁরা প্রত্যেকেই একই পরিবারের ৷ স্কুলবাসটি অটো রিকশাতে ধাক্কা দেওয়ার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ পাঁচজনের ৷ মৃতরা হলেন, অটো রিকশা চালক আবদুল রউফ, বিফাতিমা, নাবিসা, উম্মু হালিমা ও বিফাতিমা মোগার ৷

জানা গিয়েছে গ্লোবাল পাবলিক স্কুলের বাসটি বাচ্চাদের নামিয়ে ফিরছিল ৷ সেইসময় ওই অটো রিকশা চড়ে পাল্লাথারকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই পরিবারের চারজন ৷ এই দুর্ঘটনায় বাস চালকের সামান্য আঘাত লাগলেও অটো রিকশাটি পুরো দুমড়ে মুচড়ে যায় ৷ নিহতদের কাসারাগড় জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ যদিও দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি ৷ তদন্ত শুরু করেছে বাদিয়াদকা থানার পুলিশ ৷

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডার ভেঙে নীচে পড়ল বাস, আহত 20

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ একটি বিবৃতি দিয়ে তিনি বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷" এই ঘটনার পর বাদিয়াদকা থানার এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্ত অনুসারে জানা গিয়েছে বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল এবং একটি বাঁকের পাশে ভুল দিক দিয়ে আসছিল ৷ এর ফলেই দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনাগ্রস্ত স্কুল বাস ও অটো রিকশা, দু'টিকেই আটক করা হয়েছে ৷ বাস চালক পুলিশ হেফাজতে রয়েছে ৷

শীঘ্রই দুর্ঘটনার এফআইআর দায়ের হবে বলে জানা গিয়েছে ৷ স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর খবর দেওয়া হলেও অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছে ৷ এখানে আগেও দুর্ঘটনা ঘটেছে তবে সেগুলো কোনওটাই এতটা মর্মান্তিক ছিল না ৷

আরও পড়ুন : মধ্যপ্রদেশে গাছে ধাক্কা বেপরোয়া গাড়ির, মৃত 5

কাসারাগড়, 25 সেপ্টেম্বর: স্কুলবাসের সঙ্গে অটো রিকশার সংঘর্ষে মৃত্যু হল পাঁচজনের ৷ সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে কেরলের কাসারাগড় জেলার বাদিয়াদকাতে ৷ জানা গিয়েছে, অটো রিকশাতে চালক ছাড়াও 4 জন যাত্রী ছিল ৷ যাঁরা প্রত্যেকেই একই পরিবারের ৷ স্কুলবাসটি অটো রিকশাতে ধাক্কা দেওয়ার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ পাঁচজনের ৷ মৃতরা হলেন, অটো রিকশা চালক আবদুল রউফ, বিফাতিমা, নাবিসা, উম্মু হালিমা ও বিফাতিমা মোগার ৷

জানা গিয়েছে গ্লোবাল পাবলিক স্কুলের বাসটি বাচ্চাদের নামিয়ে ফিরছিল ৷ সেইসময় ওই অটো রিকশা চড়ে পাল্লাথারকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই পরিবারের চারজন ৷ এই দুর্ঘটনায় বাস চালকের সামান্য আঘাত লাগলেও অটো রিকশাটি পুরো দুমড়ে মুচড়ে যায় ৷ নিহতদের কাসারাগড় জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ যদিও দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি ৷ তদন্ত শুরু করেছে বাদিয়াদকা থানার পুলিশ ৷

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডার ভেঙে নীচে পড়ল বাস, আহত 20

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ একটি বিবৃতি দিয়ে তিনি বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷" এই ঘটনার পর বাদিয়াদকা থানার এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্ত অনুসারে জানা গিয়েছে বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল এবং একটি বাঁকের পাশে ভুল দিক দিয়ে আসছিল ৷ এর ফলেই দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনাগ্রস্ত স্কুল বাস ও অটো রিকশা, দু'টিকেই আটক করা হয়েছে ৷ বাস চালক পুলিশ হেফাজতে রয়েছে ৷

শীঘ্রই দুর্ঘটনার এফআইআর দায়ের হবে বলে জানা গিয়েছে ৷ স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর খবর দেওয়া হলেও অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছে ৷ এখানে আগেও দুর্ঘটনা ঘটেছে তবে সেগুলো কোনওটাই এতটা মর্মান্তিক ছিল না ৷

আরও পড়ুন : মধ্যপ্রদেশে গাছে ধাক্কা বেপরোয়া গাড়ির, মৃত 5

Last Updated : Sep 26, 2023, 6:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.