ETV Bharat / bharat

পুলওয়ামা এনকাউন্টারে খতম 3 লস্কর জঙ্গি

author img

By

Published : Jul 2, 2021, 5:01 PM IST

কাশ্মীরের আইজিপি জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত থেকে হানজিন রাজপোরা এলাকায় অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা ৷ তাঁর কথায়, "পুলওয়ামা এনকাউন্টারে 3 লস্কর-এ-তইবা জঙ্গিকে খতম করা হয়েছে ৷"

3-lashkar-e-taiba-militants-killed-in-pulwama-encounter
3-lashkar-e-taiba-militants-killed-in-pulwama-encounter

পুলওয়ামা, 2 জুলাই : সকাল থেকেই অভিযান চলছিল ৷ শেষ পর্যন্ত উপত্যকায় পুলিশ ও সেনার যৌথ অভিযানে খতম হল 3 লস্কর-এ-তইবা জঙ্গি ৷ ঘটনায় এক জওয়ান শহিদ হয়েছেন বলেও জানা গিয়েছে ৷ পুলওয়ামার জেলার হানজিন রাজপোরা এলাকার ঘটনা ৷ সম্প্রতি এসপিও ফায়াজ আহমেদের বাড়িতে ঢুকে স্ত্রী-কন্যা-সহ তাঁকে খুন করেছিল জঙ্গিরা ৷ তার পাল্টা মার দিতে অভিযান শুরু হয় গতকাল রাত থেকে ৷

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত থেকে হানজিন রাজপোরা এলাকায় অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা ৷ তাঁর কথায়, "পুলওয়ামা এনকাউন্টারে 3 লস্কর-এ-তইবা জঙ্গিকে খতম করা হয়েছে ৷"

আরও পড়ুন: জঙ্গি দমনে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার পুলওয়ামায়

এদিন সকালেই চলতি অভিযানে এক জওয়ানের শহিদ হওয়ার কথা জানা গিয়েছিল ৷ জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের নিকেশ করতে সেনা ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে ৷

উল্লেখ্য, এসপিও ফায়াজ আহমেদ ও তাঁর স্ত্রী-কন্যার মৃত্যুর পর উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল জম্মু-কাশ্মীরের সবকটি রাজনৈতিক দল ৷ অস্বস্তিতে ছিল কাশ্মীর পুলিশও ৷

পুলওয়ামা, 2 জুলাই : সকাল থেকেই অভিযান চলছিল ৷ শেষ পর্যন্ত উপত্যকায় পুলিশ ও সেনার যৌথ অভিযানে খতম হল 3 লস্কর-এ-তইবা জঙ্গি ৷ ঘটনায় এক জওয়ান শহিদ হয়েছেন বলেও জানা গিয়েছে ৷ পুলওয়ামার জেলার হানজিন রাজপোরা এলাকার ঘটনা ৷ সম্প্রতি এসপিও ফায়াজ আহমেদের বাড়িতে ঢুকে স্ত্রী-কন্যা-সহ তাঁকে খুন করেছিল জঙ্গিরা ৷ তার পাল্টা মার দিতে অভিযান শুরু হয় গতকাল রাত থেকে ৷

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত থেকে হানজিন রাজপোরা এলাকায় অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা ৷ তাঁর কথায়, "পুলওয়ামা এনকাউন্টারে 3 লস্কর-এ-তইবা জঙ্গিকে খতম করা হয়েছে ৷"

আরও পড়ুন: জঙ্গি দমনে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার পুলওয়ামায়

এদিন সকালেই চলতি অভিযানে এক জওয়ানের শহিদ হওয়ার কথা জানা গিয়েছিল ৷ জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের নিকেশ করতে সেনা ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে ৷

উল্লেখ্য, এসপিও ফায়াজ আহমেদ ও তাঁর স্ত্রী-কন্যার মৃত্যুর পর উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল জম্মু-কাশ্মীরের সবকটি রাজনৈতিক দল ৷ অস্বস্তিতে ছিল কাশ্মীর পুলিশও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.