ETV Bharat / bharat

অক্সিজেনের কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার তিন - অক্সিজেনের কালোবাজারি

পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনের নাম সৈয়দ আবদুল্লা, মহম্মদ মাজার এবং সৈয়দ আসিফ ৷ তিনজনই হায়দরাবাদের বাসিন্দা ৷

অক্সিজেনের কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার তিন
অক্সিজেনের কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার তিন
author img

By

Published : Apr 27, 2021, 8:02 PM IST

হায়দরাবাদ, 27 এপ্রিল : করোনার সংক্রমণ নতুন করে মাথাচাড়া দেওয়ার পর অক্সিজেন নিয়ে হাহাকার তৈরি হয়েছে দেশের বিভিন্ন অংশে ৷ ইতিমধ্যে অক্সিজেনের অভাবে অনেকে গুরুতর অসুস্থ হয়েছেন ৷ অনেকের আবার প্রাণ গিয়েছে অক্সিজেনের অভাবে ৷

এই পরিস্থিতিতে সামনে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারির খবর ৷ আর মঙ্গলবার এমনই খবর সামনে এল তেলাঙ্গানার হায়দরাবাদে ৷ সেখানে অক্সিজেনের সিলিন্ডারের কালোবাজারি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন তিন জন ৷

পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনের নাম সৈয়দ আবদুল্লা, মহম্মদ মাজার এবং সৈয়দ আসিফ ৷ তিনজনই হায়দরাবাদের বাসিন্দা ৷

পুলিশের তরফে জানা গিয়েছে যে অক্সিজেনের সিলিন্ডার পাচার করা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছিল ৷ সেই খবর পাওয়া যেতেই তল্লাশিতে নামে স্পেশাল অপারেশন টিম বা এসওটি ৷ সোমবার রাতে মালকাজগিরি পুলিশ স্টেশন এলাকায় গাড়িতে তল্লাশি চালানো শুরু হয় ৷ তখনই একটি গাড়িতে বেআইনি ভাবে মজুত করা অক্সিজেনের পাঁচটি সিলিন্ডারের হদিশ পান এসওটির সদস্যরা ৷ যার পরিমাণ প্রায় 150 লিটার ৷

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে অভিযুক্তদের একজন একটি অসরকারি সংস্থা চালায় ৷ যে সংস্থা করোনা পরিস্থিতি অক্সিজেন, ওষুধ বিনামূল্যে দেওয়ার কাজ করে ৷ আর এই সমাজসেবার আড়ালেই তারা অক্সিজেনের কালোবাজারি চালাচ্ছিল বলে পুলিশের দাবি ৷

আরও পড়ুন : এই ক’দিনে 450 টন অক্সিজেন সরবরাহ করেছে ভারতীয় রেল

পুলিশ আরও জানিয়েছে যে তারা অক্সিজেনের সিলিন্ডার 16 হাজার টাকায় জোগাড় করত ৷ আর তা 25 হাজার টাকায় বিক্রি করত ৷

হায়দরাবাদ, 27 এপ্রিল : করোনার সংক্রমণ নতুন করে মাথাচাড়া দেওয়ার পর অক্সিজেন নিয়ে হাহাকার তৈরি হয়েছে দেশের বিভিন্ন অংশে ৷ ইতিমধ্যে অক্সিজেনের অভাবে অনেকে গুরুতর অসুস্থ হয়েছেন ৷ অনেকের আবার প্রাণ গিয়েছে অক্সিজেনের অভাবে ৷

এই পরিস্থিতিতে সামনে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারির খবর ৷ আর মঙ্গলবার এমনই খবর সামনে এল তেলাঙ্গানার হায়দরাবাদে ৷ সেখানে অক্সিজেনের সিলিন্ডারের কালোবাজারি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন তিন জন ৷

পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনের নাম সৈয়দ আবদুল্লা, মহম্মদ মাজার এবং সৈয়দ আসিফ ৷ তিনজনই হায়দরাবাদের বাসিন্দা ৷

পুলিশের তরফে জানা গিয়েছে যে অক্সিজেনের সিলিন্ডার পাচার করা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছিল ৷ সেই খবর পাওয়া যেতেই তল্লাশিতে নামে স্পেশাল অপারেশন টিম বা এসওটি ৷ সোমবার রাতে মালকাজগিরি পুলিশ স্টেশন এলাকায় গাড়িতে তল্লাশি চালানো শুরু হয় ৷ তখনই একটি গাড়িতে বেআইনি ভাবে মজুত করা অক্সিজেনের পাঁচটি সিলিন্ডারের হদিশ পান এসওটির সদস্যরা ৷ যার পরিমাণ প্রায় 150 লিটার ৷

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে অভিযুক্তদের একজন একটি অসরকারি সংস্থা চালায় ৷ যে সংস্থা করোনা পরিস্থিতি অক্সিজেন, ওষুধ বিনামূল্যে দেওয়ার কাজ করে ৷ আর এই সমাজসেবার আড়ালেই তারা অক্সিজেনের কালোবাজারি চালাচ্ছিল বলে পুলিশের দাবি ৷

আরও পড়ুন : এই ক’দিনে 450 টন অক্সিজেন সরবরাহ করেছে ভারতীয় রেল

পুলিশ আরও জানিয়েছে যে তারা অক্সিজেনের সিলিন্ডার 16 হাজার টাকায় জোগাড় করত ৷ আর তা 25 হাজার টাকায় বিক্রি করত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.