ETV Bharat / bharat

J & K Terrorists : পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত জঙ্গিদের খতম করল কাশ্মীর পুলিশ - বিহারের শ্রমিক

17 অক্টোবর জঙ্গিরা হঠাৎ হামলা চালায় জম্মু কাশ্মীরের ওয়ানপোতে ৷ তাদের এলোপাথাড়ি গোলাগুলিতে প্রাণ হারান বিহার থেকে আসা 2 জন শ্রমিক, জখম হন আরও একজন ৷ এছাড়া উত্তরপ্রদেশ থেকে আসা এক কাঠমিস্ত্রিকেও খুন করেছে জঙ্গিরা ৷ তারই প্রতিশোধ নিল কাশ্মীর পুলিশ ৷

এনকাউন্টারে খতম লস্কর-ই-তইবার দুই জঙ্গি
এনকাউন্টারে খতম লস্কর-ই-তইবার দুই জঙ্গি
author img

By

Published : Oct 21, 2021, 6:52 AM IST

শ্রীনগর, 21 অক্টোবর : খতম হল দুই লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba, LeT) জঙ্গি ৷ সম্প্রতি জম্মু-কাশ্মীরে দু'জন পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় জড়িত ছিল ওই দুই জঙ্গি ৷ বুধবার কুলগাম জেলায় (Kulgam district) এনকাউন্টার চলাকালীন তাদের নিকেশ করে নিরাপত্তাবাহিনী ৷

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার টুইট করে এই খবর জানান ৷ তিনি লেখেন, "পুলিশ এবং সেনাবাহিনী কুলগামের এলইটি কম্যান্ডার গুলজার আহমদ রেশিকে খতম করেছে ৷ 17 অক্টোবর ওয়ানপোহতে বিহার থেকে আসা দু'জন গরিব শ্রমিককে মেরে ফেলার ঘটনায় জড়িত আরও একজনকে শেষ করা হয়েছে ৷"

  • Police and Army #neutralised LeT district commander (Gulzar Ahmd Reshi) of Kulgam and one other, who were involved in #killings of two poor labourers from Bihar on 17/10/21 at Wanpoh: IGP Kashmir@JmuKmrPolice

    — Kashmir Zone Police (@KashmirPolice) October 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : J&K Terrorist Attack : জঙ্গি হানায় কুলগ্রামে ফের প্রাণ হারাল 3 ভিনরাজ্যের শ্রমিক

17 অক্টোবর জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় বিহার থেকে আসা দুই শ্রমিক রাজা রেশি দেব এবং যোগিন্দর রেশি দেবের ৷ আহত হন আরও একজন শ্রমিক চুনচুন রেশি দেব ৷ ওয়ানপো (Wanpoh) এলাকার ঘটনা ৷ হামলায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷

বুধবার সকালে জম্মু-কাশ্মীরের সোপিয়ান (Shopian) জেলায় জঙ্গি আর নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ উত্তরপ্রদেশের এক কাঠমিস্ত্রি খুনে জড়িত জঙ্গি আদিল আহমদ ওয়ানিকে (Adil Ahmad Wani) চিহ্নিত করা হয় ৷ সোপিয়ানে এনকাউন্টারে মারা যায় ওয়ানি সমেত আরও এক জঙ্গি ৷

শ্রীনগর, 21 অক্টোবর : খতম হল দুই লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba, LeT) জঙ্গি ৷ সম্প্রতি জম্মু-কাশ্মীরে দু'জন পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় জড়িত ছিল ওই দুই জঙ্গি ৷ বুধবার কুলগাম জেলায় (Kulgam district) এনকাউন্টার চলাকালীন তাদের নিকেশ করে নিরাপত্তাবাহিনী ৷

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার টুইট করে এই খবর জানান ৷ তিনি লেখেন, "পুলিশ এবং সেনাবাহিনী কুলগামের এলইটি কম্যান্ডার গুলজার আহমদ রেশিকে খতম করেছে ৷ 17 অক্টোবর ওয়ানপোহতে বিহার থেকে আসা দু'জন গরিব শ্রমিককে মেরে ফেলার ঘটনায় জড়িত আরও একজনকে শেষ করা হয়েছে ৷"

  • Police and Army #neutralised LeT district commander (Gulzar Ahmd Reshi) of Kulgam and one other, who were involved in #killings of two poor labourers from Bihar on 17/10/21 at Wanpoh: IGP Kashmir@JmuKmrPolice

    — Kashmir Zone Police (@KashmirPolice) October 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : J&K Terrorist Attack : জঙ্গি হানায় কুলগ্রামে ফের প্রাণ হারাল 3 ভিনরাজ্যের শ্রমিক

17 অক্টোবর জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় বিহার থেকে আসা দুই শ্রমিক রাজা রেশি দেব এবং যোগিন্দর রেশি দেবের ৷ আহত হন আরও একজন শ্রমিক চুনচুন রেশি দেব ৷ ওয়ানপো (Wanpoh) এলাকার ঘটনা ৷ হামলায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷

বুধবার সকালে জম্মু-কাশ্মীরের সোপিয়ান (Shopian) জেলায় জঙ্গি আর নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ উত্তরপ্রদেশের এক কাঠমিস্ত্রি খুনে জড়িত জঙ্গি আদিল আহমদ ওয়ানিকে (Adil Ahmad Wani) চিহ্নিত করা হয় ৷ সোপিয়ানে এনকাউন্টারে মারা যায় ওয়ানি সমেত আরও এক জঙ্গি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.