নয়াদিল্লি, 2 অক্টোবর: এক তরুণীর সঙ্গে কথা বলা নিয়ে গোলামাল ৷ পরে তা রূপ নেয় সংঘর্ষের। সেই লড়াইয়ের জেরে মৃত্যু হল দু'জনের ৷ আহত আরও এক ৷ রবিবার এমন অবাক করে দেওয়া ঘটনার কথাই জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ তার আগে শনিবার রাতে উত্তর-পশ্চিম দিল্লির ভালসওয়া এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে তাতে হিমাংশু এবং আজাদ নামে দুই যুবকের মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন বিজেন্দর নামে আরও এক যুবক।
জানা গিয়েছে, শনিবার রাতে সংঘর্ষের খবর পেয়ে পুলিশকর্মীরা সমতা বিহারের কাছে ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখানেই হিমাংশু নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পুলিশের এক প্রবীণ আধিকারিক ৷ ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। খোঁজ-খবর নিয়ে পুলিশ জানতে পারে ঘটনাস্থল থেকে আজাদ এবং বিজেন্দর নামে আরও দুই যুবককে গুরুতর আহত অবস্থায় বাবু জগজীবনরাম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ হাসপাতালের চিকিৎসকরা আজাদকে মৃত বলে ঘোষণা করেন ৷ বিজেন্দরের চিকিৎসা চলছে ৷ তাঁর সঙ্গে কথা বলেই গোটা ঘটনাটি জানতে পেরেছে পুলিশ।
আরও পড়ুন : সম্মানরক্ষার্থে মেয়েকে জ্বালিয়ে দিল পরিবার, গ্রেফতার মা ও ভাই
বিজেন্দর পুলিশকে জানিয়েছেন, ছোট ভাই আজাদ একটি মেয়ের সঙ্গে কথা বলতেন ৷ শনিবার কোনও বিষয় নিয়ে দু'জনের মধ্যে তুমুল তর্কাতর্কি হয় ৷ সেই সময়ই তরুণীর মোবাইল ফোন ছিনিয়ে নেন আজাদ ৷ এই ঘটনার পরই তরুণী তার ভাই হিমাংশু ও কয়েকজন বন্ধু মিলে আজাদকে ছুরি দিয়ে আক্রমণ করেন ৷
এই ঘটনায় হিমাংশু ও আজাদ- দু'জনের শরীরেই আঘাত লাগে ৷ বাধা দিতে গেলে বিজেন্দরও আহত হয় ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় হিমাংশুর ৷ তারপর আজাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ জানিয়েছে এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 302 (খুন), 307 (খুনের চেষ্টা) এবং 34 ( সম্মিলিত অপরাধের উদ্দেশ্য) ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷ দোষীদের খোঁজে তল্লাশি চলছে ৷ তাদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷
আরও পড়ুন : 854 কোটির সাইবার প্রতারণা! বেঙ্গালুরু পুলিশের জালে 6 দুষ্কৃতী