ভোপাল, 17 ফেব্রুয়ারি: মধ্যপ্রদেশের সিধি বাস দুর্ঘটনার দুঃখজনক অধ্য়ায়ের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিল 18 বছরের তরুণী। তাঁর অসীম সাহসে রক্ষা পেল দুটি তরতাজা প্রাণ।
গতকাল সকালে সাতনাগামী একটি বাস মধ্যপ্রদেশের সিধিতে রামপুর নাইকিন থানা এলাকার পটনা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় । দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক দল দুর্ঘটনাস্থানে পৌঁছায় । তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ । এরপরই একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে । বাড়তে থাকে মৃতের সংখ্যা । বাসে মোট 55জন যাত্রীর মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 50 জনের । এখনও উদ্ধারকাজ চলছে ।
ওই খালের ধারেই সারদা গ্রামের এক ছোট্ট কুঁড়েঘরে বাস 18 বছরের শিবরানি লুনিয়ার । সে যখন বাসটিকে খালে পড়ে যেতে দেখে, তখন এক মুহূর্ত না-ভেবে সোনা 40 ফিট গভীর খালে ঝাঁপ দেয় মেয়েটি। সে এক মহিলাকে ডুবতে দেখতে পায়। তখন জলের উপরে হাত দুটো ছুড়ে খাবি খাচ্ছিলেন ওই মহিলা। সূত্রের খবর, তাকে টেনে খালের ধারে নিয়ে আসে শিবরানি। ওই মহিলাকে গ্রামবাসীদের হাতে দিয়ে ফের খালের জলে ঝাঁপ দেয় সে। এরপর আরও এক ব্যক্তিকে ডুবে যাওয়া থেকে বাঁচায় সে। সেই লোকটিকেও টেনে জল থেকে বের করে নিয়ে আসে।
আরও পড়ুন: মধ্যপ্রদেশের বাস দুর্ঘটনায় মৃত বেড়ে 50
স্থানীয় সাংসদ রীতি পাঠক ওই বীরাঙ্গনা তরুণীকে সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেন ও জানান, তাঁর জন্যই বেঁচে গিয়েছে দুটি প্রাণ। শিবরানির এই সাহসকে কুর্নিশ জানিয়ে টুইট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি লিখেছেন, ''শিবরানির সাহসিকতাকে আমার প্রণাম। নিজের জীবনের পরোয়া না-করে সে দুজনের প্রাণ বাঁচিয়েছে। রাজ্য তার জন্য গর্বিত।''