মুম্বই, 29 অগস্ট : মুম্বইয়ের ধারাভি বস্তিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ৷ যে ঘটনায় মোট 15 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ রবিবারের এই বিস্ফোরণে বস্তির একটি ঘরে আগুন ধরে যায় ৷ মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, আহত 5 জনের মধ্যে এক বালক রয়েছে ৷ যার বয়স মাত্র 8 বছর ৷ তবে, ঘটনার পর দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ আজ দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ধারাভি বস্তির সাহু নগর এলাকায় ৷
মুম্বই প্রশাসনের তরফে জানানো হয়েছে, বস্তির বাইরে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে লেভেল ওয়ানের (অল্প) আগুন লাগে ৷ যে ঘটনায় মোট 15 জন অগ্নিদগ্ধ হয়েছেন এবং তাঁদের কাছের সিওন হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের মোট 3টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল ৷ ঘটনাস্থলে পুলিশকর্মী এবং সিভিক স্টাফরা উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : Kabul Airport Blast : সংকটাপন্ন দেশে এমন বিস্ফোরণ ঘটানো জঘন্য অপরাধ, নিন্দা রাষ্ট্রসংঘের
ওই আধিকারিক আরও জানিয়েছেন, হাসপাতালে ভর্তি 15 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ বাকি 10 জনরে মধ্যে 7 জন পুরুষ এবং 3 জন মহিলা রয়েছেন ৷ তাঁরা সকলেই বিপদমুক্ত বলে জানা গিয়েছে ৷ বাকি 5 জন গুরুতর জখমদের মধ্যে দু’জনের শরীরের 50 থেকে 60 শতাংশ পুড়ে গিয়েছে ৷ এই 5 জনের মধ্যে 2 পুরুষ, 2 মহিলা এবং 1 বালক রয়েছে ৷ ঘটনার তদন্ত করতে গিয়ে দমকল আধিকারিকরা জানতে পেরেছেন, সিলিন্ডার থেকে গ্যাস লিক করছিল ৷ আর সেই কারণে সেটিকে বাইরে বের করে রাখা হয়েছিল ৷
আরও পড়ুন : Kabul Airport Blast : কাবুল বিমানবন্দরে হামলায় মৃত 60 আফগান, 12 মার্কিন সেনা