ETV Bharat / bharat

হাওয়ায় সার্স-কোভ-2 সংক্রমণের 10টি প্রমাণ ল্যানসেটের বিশেষজ্ঞদের - মেডিক্যাল জার্নাল ল্যানসেট

মহামারি শুরুর সময় থেকে কোভিড-19 সংক্রমণে ড্রপলেট বা ফোমাইটকে দায়ী করেছে হু ৷ সেই অনুযায়ী মানুষকে সুরক্ষাবিধি মেনে চলতে নির্দেশ দিয়েছে তারা ৷ কিন্তু সম্প্রতি ল্যানসেট-এ প্রকাশিত গবেষণায় বিশেষজ্ঞেরা দাবি করেছেন যে, এই ভাইরাস ড্রপলেটে নয় বাতাসে ছড়াচ্ছে ৷ রইল তাঁদের প্রকাশিত 10টি প্রমাণের সংক্ষিপ্তরূপ ৷

সার্স-কোভড-2
সার্স-কোভড-2
author img

By

Published : Apr 18, 2021, 6:00 PM IST

Updated : Apr 18, 2021, 6:25 PM IST

নিউ দিল্লি, 18 এপ্রিল: সম্প্রতি বিশ্বের অন্যতম বিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট তাদের গবেষণাপত্রে দাবি করেছে কোভিড-19 ভাইরাস সার্স-কোভ-2 ছড়াচ্ছে বাতাসের মধ্য়ে দিয়ে ৷ এই তত্ত্বের সমর্থনে সেখানে জোরালো প্রমাণের উল্লেখও করেছেন ছ'জন বিশেষজ্ঞের দলটি ৷ ব্রিটেন, আমেরিকা আর কানাডার এই বিশেষজ্ঞের দল 10টি প্রমাণের কথা বলেছেন ৷

1 ৷ সার্স-কোভ-2 সংক্রমণ সুপার স্প্রেডার ৷ মানুষের আচরণের বিস্তারিত বিশ্লেষণ আর কনসার্ট, বিলাসবহুল জাহাজের মতো জায়গায় সংক্রমণের ধরনে বোঝা যাচ্ছে, সার্স-কোভ-2-এর এই ছড়িয়ে পড়াটা বাতাসের মধ্য়ে দিয়েই হতে পারে, ড্রপলেট বা ফোমাইটের মধ্য়ে দিয়ে নয় ৷

2 ৷ কোয়ারান্টিন হোটেলে দু’টো পাশাপাশি থাকা ঘরের মানুষরা কোভিডে আক্রান্ত হয়েছেন ৷ সেই মানুষগুলি একে অপরের সংস্পর্শে না-আসা সত্ত্বেও দীর্ঘ-পথে বাতাসের মধ্যে দিয়েই ছড়িয়েছে ভাইরাস ৷

3 ৷ বিশ্বে হয়তো 59% পর্যন্ত আর কমপক্ষে এক-তৃতীয়াংশ সংক্রমণের জন্য দায়ী অ্যাসিম্পটোম্যাটিক বা প্রি-সিম্পটোম্যাটিক মানুষরা, যাঁদের হাঁচি, কাশির মতো কোনো লক্ষণই নেই ৷ আর এতেই স্পষ্ট যে, এই ভাইরাস প্রধান বাতাসবাহিত হয়ে ছড়িয়ে পড়ছে ৷

4 ৷ বাইরের খোলামেলা পরিবেশের থেকে চার দেওয়ালের মধ্যের পরিবেশে সার্স-কোভ-2 ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি ৷ আর বদ্ধ ঘরের ভেন্টিলেশন পদ্ধতি ঠিক থাকলে তা কমে যায় ৷ এই দু’টো বিষয় পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞেরা লিখেছেন যে, সার্স-কোভ-2 ছড়িয়ে পড়ার প্রধান রাস্তা হাওয়া ৷

5 ৷ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোভিড সংক্রান্ত সুরক্ষাবিধি যথেষ্ট সচেতনতার সঙ্গে মেনে চলা হয় ৷ ড্রপলেট থেকে যাতে না-ছড়ায়, তার জন্য বিশেষ ভাবে তৈরি পিপিই কিট পরার ব্যবস্থা নেওয়া হয়, যা এরোসোল প্রতিরোধক নয় ৷ অথচ সেই সব কেন্দ্রগুলিতে নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে ৷

আরও পড়ুন: কোভিড রুখতে সেনার সাহায্য চাওয়ার ইঙ্গিত হেমন্ত সোরেনের

6 ৷ ল্যাবরেটরিতে পরীক্ষা করে জানা গিয়েছে, সার্স-কোভ-2 বাতাসে 3 ঘণ্টা পর্যন্ত সংক্রমণ ছড়ানোর জন্য় সক্রিয় থাকে ৷ কোভিড-19 রোগী আছে এমন একটি ঘর থেকে সংগৃহীত বাতাসে সক্রিয় সার্স-কোভ-2 খুঁজে পাওয়া গিয়েছে, অথচ সেই পরিবেশে নতুন করে এরোসল উৎপাদন পদ্ধতি বন্ধ ছিল ৷ অন্য দিকে, একজন সংক্রামিত মানুষের গাড়ি থেকে সংগৃহীত বাতাসে সার্স-কোভ-2 পাওয়া গিয়েছে ৷

7 ৷ কোভিড-19 রোগী আছে এরকম জায়গার এয়ার ফিল্টার, হাসপাতাল চত্বরের মধ্যে বাড়িগুলির নালায় সার্স-কোভ-2 পাওয়া গিয়েছে ৷ এখানে এই ভাইরাস একমাত্র বাতাসের মাধ্য়মেই পৌঁছানো সম্ভব ৷

8 ৷ সংক্রামিত পশুদের খাঁচার আর সংক্রমণ-ছাড়া পশুদের খাঁচার মাঝে ছিল শুধুমাত্র বায়ু চলাচলের নালীপথ ৷ এ ভাবেও সংক্রমণ ছড়ানোর ফলে এটাই প্রমাণিত হয় যে, বায়ুকণার মাধ্যমে ছড়াচ্ছে এই ভাইরাস ৷

9 ৷ সার্স-কোভ-2 ভাইরাস বায়ুবাহিত নয়, আমাদের জ্ঞান অনুযায়ী তত্ত্বের সমর্থনে জোরদার প্রমাণ নেই, বিশেষজ্ঞেরা লিখেছেন ৷ সংক্রামিত মানুষদের সঙ্গে শুধুমাত্র বাতাসের মাধ্য়মে যোগাযোগ থাকলেও কিছু মানুষ সার্স-কোভ-2-এর আক্রমণ এড়িয়ে যেতে পেরেছেন ৷ কিন্তু তার পিছনেও ভিন্ন প্রাকৃতিক অবস্থা-সহ অনেকগুলো বিষয় জড়িয়ে আছে ৷

10 ৷ শ্বাসপ্রশ্বাসের ড্রপলেট বা ফোমাইটের মধ্যে দিয়ে সংক্রমণের তত্ত্বের সপক্ষে প্রমাণ খুবই কম ৷

তাই, হাওয়ায় সক্রিয় থাকছে সার্স-কোভ-2 ভাইরাস ৷ কিন্তু বাতাসে ছড়িয়ে পড়া সুপার স্প্রেডারের সঙ্গে লড়াই কোন পথে, তা জানাননি এই বিশেষজ্ঞরা ৷

নিউ দিল্লি, 18 এপ্রিল: সম্প্রতি বিশ্বের অন্যতম বিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট তাদের গবেষণাপত্রে দাবি করেছে কোভিড-19 ভাইরাস সার্স-কোভ-2 ছড়াচ্ছে বাতাসের মধ্য়ে দিয়ে ৷ এই তত্ত্বের সমর্থনে সেখানে জোরালো প্রমাণের উল্লেখও করেছেন ছ'জন বিশেষজ্ঞের দলটি ৷ ব্রিটেন, আমেরিকা আর কানাডার এই বিশেষজ্ঞের দল 10টি প্রমাণের কথা বলেছেন ৷

1 ৷ সার্স-কোভ-2 সংক্রমণ সুপার স্প্রেডার ৷ মানুষের আচরণের বিস্তারিত বিশ্লেষণ আর কনসার্ট, বিলাসবহুল জাহাজের মতো জায়গায় সংক্রমণের ধরনে বোঝা যাচ্ছে, সার্স-কোভ-2-এর এই ছড়িয়ে পড়াটা বাতাসের মধ্য়ে দিয়েই হতে পারে, ড্রপলেট বা ফোমাইটের মধ্য়ে দিয়ে নয় ৷

2 ৷ কোয়ারান্টিন হোটেলে দু’টো পাশাপাশি থাকা ঘরের মানুষরা কোভিডে আক্রান্ত হয়েছেন ৷ সেই মানুষগুলি একে অপরের সংস্পর্শে না-আসা সত্ত্বেও দীর্ঘ-পথে বাতাসের মধ্যে দিয়েই ছড়িয়েছে ভাইরাস ৷

3 ৷ বিশ্বে হয়তো 59% পর্যন্ত আর কমপক্ষে এক-তৃতীয়াংশ সংক্রমণের জন্য দায়ী অ্যাসিম্পটোম্যাটিক বা প্রি-সিম্পটোম্যাটিক মানুষরা, যাঁদের হাঁচি, কাশির মতো কোনো লক্ষণই নেই ৷ আর এতেই স্পষ্ট যে, এই ভাইরাস প্রধান বাতাসবাহিত হয়ে ছড়িয়ে পড়ছে ৷

4 ৷ বাইরের খোলামেলা পরিবেশের থেকে চার দেওয়ালের মধ্যের পরিবেশে সার্স-কোভ-2 ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি ৷ আর বদ্ধ ঘরের ভেন্টিলেশন পদ্ধতি ঠিক থাকলে তা কমে যায় ৷ এই দু’টো বিষয় পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞেরা লিখেছেন যে, সার্স-কোভ-2 ছড়িয়ে পড়ার প্রধান রাস্তা হাওয়া ৷

5 ৷ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোভিড সংক্রান্ত সুরক্ষাবিধি যথেষ্ট সচেতনতার সঙ্গে মেনে চলা হয় ৷ ড্রপলেট থেকে যাতে না-ছড়ায়, তার জন্য বিশেষ ভাবে তৈরি পিপিই কিট পরার ব্যবস্থা নেওয়া হয়, যা এরোসোল প্রতিরোধক নয় ৷ অথচ সেই সব কেন্দ্রগুলিতে নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে ৷

আরও পড়ুন: কোভিড রুখতে সেনার সাহায্য চাওয়ার ইঙ্গিত হেমন্ত সোরেনের

6 ৷ ল্যাবরেটরিতে পরীক্ষা করে জানা গিয়েছে, সার্স-কোভ-2 বাতাসে 3 ঘণ্টা পর্যন্ত সংক্রমণ ছড়ানোর জন্য় সক্রিয় থাকে ৷ কোভিড-19 রোগী আছে এমন একটি ঘর থেকে সংগৃহীত বাতাসে সক্রিয় সার্স-কোভ-2 খুঁজে পাওয়া গিয়েছে, অথচ সেই পরিবেশে নতুন করে এরোসল উৎপাদন পদ্ধতি বন্ধ ছিল ৷ অন্য দিকে, একজন সংক্রামিত মানুষের গাড়ি থেকে সংগৃহীত বাতাসে সার্স-কোভ-2 পাওয়া গিয়েছে ৷

7 ৷ কোভিড-19 রোগী আছে এরকম জায়গার এয়ার ফিল্টার, হাসপাতাল চত্বরের মধ্যে বাড়িগুলির নালায় সার্স-কোভ-2 পাওয়া গিয়েছে ৷ এখানে এই ভাইরাস একমাত্র বাতাসের মাধ্য়মেই পৌঁছানো সম্ভব ৷

8 ৷ সংক্রামিত পশুদের খাঁচার আর সংক্রমণ-ছাড়া পশুদের খাঁচার মাঝে ছিল শুধুমাত্র বায়ু চলাচলের নালীপথ ৷ এ ভাবেও সংক্রমণ ছড়ানোর ফলে এটাই প্রমাণিত হয় যে, বায়ুকণার মাধ্যমে ছড়াচ্ছে এই ভাইরাস ৷

9 ৷ সার্স-কোভ-2 ভাইরাস বায়ুবাহিত নয়, আমাদের জ্ঞান অনুযায়ী তত্ত্বের সমর্থনে জোরদার প্রমাণ নেই, বিশেষজ্ঞেরা লিখেছেন ৷ সংক্রামিত মানুষদের সঙ্গে শুধুমাত্র বাতাসের মাধ্য়মে যোগাযোগ থাকলেও কিছু মানুষ সার্স-কোভ-2-এর আক্রমণ এড়িয়ে যেতে পেরেছেন ৷ কিন্তু তার পিছনেও ভিন্ন প্রাকৃতিক অবস্থা-সহ অনেকগুলো বিষয় জড়িয়ে আছে ৷

10 ৷ শ্বাসপ্রশ্বাসের ড্রপলেট বা ফোমাইটের মধ্যে দিয়ে সংক্রমণের তত্ত্বের সপক্ষে প্রমাণ খুবই কম ৷

তাই, হাওয়ায় সক্রিয় থাকছে সার্স-কোভ-2 ভাইরাস ৷ কিন্তু বাতাসে ছড়িয়ে পড়া সুপার স্প্রেডারের সঙ্গে লড়াই কোন পথে, তা জানাননি এই বিশেষজ্ঞরা ৷

Last Updated : Apr 18, 2021, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.