ETV Bharat / bharat

Heat Stroke Death: উত্তরপ্রদেশে হিট স্ট্রোকে 12 ঘন্টায় 10 জনের মৃত্যু - হিট স্ট্রোক

মাত্র 12 ঘণ্টার মধ্যে আজমগড় জেলা হাসপাতালে হিট স্ট্রোকে 10 জনের মৃত্যু হয়েছে । একই সঙ্গে মৃত অবস্থায় প্রায় 12 জনকে হাসপাতালে আনা হয় ।

Heat Stroke
হিট স্ট্রোকে মৃত্যু
author img

By

Published : Jun 20, 2023, 6:33 PM IST

আজমগড়, 20 জুন: প্রচণ্ড গরমে অন্যান্য রাজ্যের পাশাপাশি নাভিশ্বাস উঠছে উত্তরপ্রদেশবাসীর ৷ গরমে অবস্থা খারাপ সেখানকার আজমগড় জেলার মানুষের । সোমবার রাতের রিপোর্ট বলছে, 12 ঘণ্টায় সেখানে 10 জনের মৃত্যু হয়েছে । পাশাপাশি গত সন্ধেয় মাত্র আধ ঘণ্টার মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সেখানে হাসপাতালে ভরতি হয়েছেন 24 জনেরও বেশি। তাদের প্রচণ্ড জ্বর ছিল বলে জানা গিয়েছে । পরবর্তীতে জেলা হাসপাতালে আনার সময়ই 12 জনের মৃত্যু হয় ৷ যার কারণে জেলা হাসপাতালেও তাদের মৃত্যুর কোনও রেকর্ড নেই বলে সূত্রের খবর ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার আহরাউলার কোথারা গ্রামের বাসিন্দা প্রভাবতী (80), সিধারি থানার অন্তর্গত মাতাউলিপুর গ্রামের বাসিন্দা সুরেশ রাই (68), বিলারিয়াগঞ্জ থানা এলাকার পান্তিখুর্দ গ্রামের বাসিন্দা পারকাল্লি দেবী (70), মউ জেলার কাটিহারির বাসিন্দা বাচী দেবী (38), আহরাউলা থানা এলাকার বাহেরা গ্রামের বাসিন্দা ভাগীরথী (58), জিয়ানপুর কোতোয়ালি এলাকায় জামিন শেখপুরার বাসিন্দা হীরা যাদবের (80) হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ।

এছাড়াও হিট স্ট্রোকে মারা গিয়েছেন আজমগড়ের কোতোয়ালি এলাকার মনছোভা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ (60), মউ জেলার দোহরিঘাট থানা এলাকার রেয়ানভ গ্রামের বাসিন্দা সুভাতী (60), রানি কি সরাই থানা এলাকার মানিক শেখপুর গ্রামের নার্গিস (70) এবং নগর কোতোয়ালি এলাকার মুকেরিগঞ্জ এলাকার বাসিন্দা কৈলাশ রাম সোনকার (68) । প্রচণ্ড জ্বর, বমি ও মাথা ঘোরা নিয়ে প্রায় 25 জন রোগী হাসপাতালে ভরতি হয়েছেন ।

আরও পড়ুন: হিট স্ট্রোক থেকে বাঁচতে হোক কিংবা ওজন কমাতে, জেনে নিন জামরুলের নানা উপকারিতা

তবে জেলা হাসপাতালের ইএমও চিকিৎসক জাবেদ জানিয়েছেন, মাত্র 6 জনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে । তিনি বলেন, "সোমবার রাতে জেলা হাসপাতালে প্রায় ছ'জনের মৃত্যু হয় । একইসঙ্গে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে 6 জনেরও বেশি মানুষকে । এছাড়া রাতে জ্বর, বমি ও মাথা ঘোরা নিয়ে ভরতি হয়েছেন 24 জনের বেশি।"

আজমগড়, 20 জুন: প্রচণ্ড গরমে অন্যান্য রাজ্যের পাশাপাশি নাভিশ্বাস উঠছে উত্তরপ্রদেশবাসীর ৷ গরমে অবস্থা খারাপ সেখানকার আজমগড় জেলার মানুষের । সোমবার রাতের রিপোর্ট বলছে, 12 ঘণ্টায় সেখানে 10 জনের মৃত্যু হয়েছে । পাশাপাশি গত সন্ধেয় মাত্র আধ ঘণ্টার মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সেখানে হাসপাতালে ভরতি হয়েছেন 24 জনেরও বেশি। তাদের প্রচণ্ড জ্বর ছিল বলে জানা গিয়েছে । পরবর্তীতে জেলা হাসপাতালে আনার সময়ই 12 জনের মৃত্যু হয় ৷ যার কারণে জেলা হাসপাতালেও তাদের মৃত্যুর কোনও রেকর্ড নেই বলে সূত্রের খবর ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার আহরাউলার কোথারা গ্রামের বাসিন্দা প্রভাবতী (80), সিধারি থানার অন্তর্গত মাতাউলিপুর গ্রামের বাসিন্দা সুরেশ রাই (68), বিলারিয়াগঞ্জ থানা এলাকার পান্তিখুর্দ গ্রামের বাসিন্দা পারকাল্লি দেবী (70), মউ জেলার কাটিহারির বাসিন্দা বাচী দেবী (38), আহরাউলা থানা এলাকার বাহেরা গ্রামের বাসিন্দা ভাগীরথী (58), জিয়ানপুর কোতোয়ালি এলাকায় জামিন শেখপুরার বাসিন্দা হীরা যাদবের (80) হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ।

এছাড়াও হিট স্ট্রোকে মারা গিয়েছেন আজমগড়ের কোতোয়ালি এলাকার মনছোভা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ (60), মউ জেলার দোহরিঘাট থানা এলাকার রেয়ানভ গ্রামের বাসিন্দা সুভাতী (60), রানি কি সরাই থানা এলাকার মানিক শেখপুর গ্রামের নার্গিস (70) এবং নগর কোতোয়ালি এলাকার মুকেরিগঞ্জ এলাকার বাসিন্দা কৈলাশ রাম সোনকার (68) । প্রচণ্ড জ্বর, বমি ও মাথা ঘোরা নিয়ে প্রায় 25 জন রোগী হাসপাতালে ভরতি হয়েছেন ।

আরও পড়ুন: হিট স্ট্রোক থেকে বাঁচতে হোক কিংবা ওজন কমাতে, জেনে নিন জামরুলের নানা উপকারিতা

তবে জেলা হাসপাতালের ইএমও চিকিৎসক জাবেদ জানিয়েছেন, মাত্র 6 জনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে । তিনি বলেন, "সোমবার রাতে জেলা হাসপাতালে প্রায় ছ'জনের মৃত্যু হয় । একইসঙ্গে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে 6 জনেরও বেশি মানুষকে । এছাড়া রাতে জ্বর, বমি ও মাথা ঘোরা নিয়ে ভরতি হয়েছেন 24 জনের বেশি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.