ডায়মন্ড হারবার, 27 ফেব্রুয়ারি: সোশাল মিডিয়ায় প্রেমের ফাঁদে পড়ে আত্মঘাতী যুবক ৷ মৃতের নাম পবিত্র পাইক (21) ৷ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার অর্ন্তগত পাতড়া এলাকার আগ্নেশ্বরের বাসিন্দা ৷ রবিবার বিকেলে নিশাকে একটি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে, এর কিছুক্ষণ পরই ওই যুবকের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবক আত্মহত্যা করেছেন ৷ তবে তদন্ত শুরু হয়েছে ৷
পরিবার সূত্রে খবর, মাস ছয়েক আগে ওই যুবকের সোসাল মিডিয়ায় নিশা সরদার নামে একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয় ৷ সম্পর্ক ক্রমে ভালোবাসায় পরিণত হয় ৷ ফোন নম্বর আদান-প্রদান হয় ৷ এরপরই ওই অ্য়াকাউন্ট থেকে বিভিন্ন ভাবে টাকা চাওয়া হয় পবিত্রও কাছ থেকে ৷ ধাপে ধাপে বেশ কয়েকহাজার টাকা দিয়েছিল ওই যুবক ৷ সম্প্রতি বেশ কয়েকবার পবিত্র নিশাকে বলে দেখা করতে বলে ৷ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট (নিশা) থেকে উত্তর আসে টাকার বিনিময়ে দেখা করতে পারে ৷ শেষ পর্যন্ত দেখা হয়নি ৷
উপরন্তু সোশাল মিডিয়ার নিশা নামের অ্যাকাউন্ট থেকে ওই যুবকের কাছ থেকে 20 হাজার টাকা চাওয়া হয় ৷ পবিত্র সেই টাকা দিতে অস্বীকার করাতেই সমস্যার সৃষ্টি হয় ৷ পবিত্রর ফোন ব্লক করে দেয় নিশা (এই নামেই ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল) ৷ যদিও পরে ওই যুবকের এক আত্মীয় জানায় বাস্তবে নিশা নামের কোনও মেয়ের অস্তিত্ব নেই ৷ রবিবার বিকেলে নিশাকে একটি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠায় পবিত্র। এরপরই পবিত্রর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ পরিবারের লোকজন সেটি উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।