জলপাইগুড়ি, 28 মে: সুইসাইড নোট লিখে আত্মঘাতী যুবতী । আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার এক শিক্ষক । ধৃতের নাম দেবরাজ তলাপাত্র । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির আদরপাড়ায় । ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম পৌলমী বোস ৷ বয়স 21 বছর ৷ জলপাইগুড়ির অরবিন্দ নগর এলাকার বাসিন্দা ৷ কলেজের গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন তিনি ৷ কোতোয়ালি থানার পুলিশ সঞ্জয় দত্ত জানান, সোমবার দুপুরে লিখিত অভিযোগ করেন আত্মঘাতী যুবতীর বাবা প্রবাল বোস ৷ আত্মঘাতী যুবতীর বাবার বয়ান অনুযায়ী, সোমবার দুপুরে তাঁর স্ত্রী জানান বাড়িতে নিজের ঘরে দরজা বন্ধ করে রাখেন পৌলমী ৷ ফোন করা হলে ফোনও ধরছিলেন না ৷ এরপর তিনি বাড়িতে এসে দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান ৷ এরপর মেয়েকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
এরপর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন মৃত যুবতীর পরিবার ৷ সেই অভিযোগের ভিত্তিতে দেবরাজ তলাপাত্র নামে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ ঘটনার তদন্ত শুরুর পর পৌলমীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে ৷ পুলিশের দাবি, সেই নোটেও রয়েছে দেবরাজের নাম ৷ সমস্ত দিক বিচার করেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 306 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে ৷