পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে যাদবপুরে মা'কে পিষে দিল সরকারি বাস - JADAVPUR ACCIDENT

মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাবা-মা ৷ সেই সময়, দ্রুতগতির একটি বাস তাঁদের বাইকে ধাক্কা মারে ৷ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের ৷

JADAVPUR ACCIDENT
যাদবপুরে দুর্ঘটনা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 11:40 AM IST

Updated : Jan 21, 2025, 12:08 PM IST

যাদবপুর, 21 জানুয়ারি: বাইকে করে 4 বছরের কন্যাসন্তানকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাবা-মা ৷ সেই সময়, পিছন থেকে দ্রুতগতির একটি সরকারি বাস তাঁদের বাইকে ধাক্কা দেয় ৷ বাইক থেকে ছিটকে পড়ে যান মা ৷ মহিলাকে পিষে দেয় বাসটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ সপ্তাহের শুরুতেই ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে যাদবপুরের বাঘাযতীন এলাকায় ৷ ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছে শিশুটি ৷

মঙ্গলবার সকাল সাড়ে 6টার সময় স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন 28 বছর বয়সি দেবশ্রী মণ্ডল ৷ যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে S-31 রুটের সরকারি বাস তাঁদের বাইকে ধাক্কা মারে । বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান মহিলা ৷ সেই সময়, পিষে দেয় বাসের চাকা । দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার ৷ গুরুতর আহত হন তাঁর স্বামী ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর ট্রাফিক পুলিশ ৷ ঘটনাস্থলে আসে যাদবপুর থানার পুলিশও ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দম্পতির 4 বছরের কন্যাসন্তানটি ৷ তাকে উদ্ধার করে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয় ৷ শিশুটির পরিবারের বাকিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পুলিশ ৷

ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ ৷ দুর্ঘটনার সঠিক কারণ জানতে এবং বাসটির গতিবেগ সম্পর্কে স্বচ্ছ ধারণার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ এদিকে, ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা উল্টোডাঙা-হাডকো মোড়ে বিক্ষোভ করেন। দুর্ঘটনার পরই বাসটিকে আটক করা হয়েছে ৷

পড়ুন:আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে রাজ্য
Last Updated : Jan 21, 2025, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details