কলকাতা, 27 ফেব্রুয়ারি:ভরা বসন্তেও বঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি ! যা চলতি মরশুমে প্রায় প্রতিটি ঋতুতে স্বাভাবিক ঘটনা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে চলেছে ৷ এছাড়া অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং কেরলেও। যার প্রভাব পড়বে বঙ্গের বেশ কয়েকটি জেলায় ৷
উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। আজ, বৃহস্পতিবার কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 20 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
তবে উত্তরবঙ্গের ছবিটা একটু আলাদা। বৃহস্পতিবার থেকে উত্তরে ফের বৃষ্টির পূর্বাভাস । শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের চার জেলায়। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় আজ থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও সামান্য বৃষ্টি হতে পারে।
ভরা বসন্তেও কুয়াশা ঘেরা সকাল (নিজস্ব চিত্র) আজ হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে হতে পারে তুষারপাতও । শীতের বিদায়পর্বে আবহাওয়ার খামখেয়ালীপনা চলছে।
বুধবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 88 শতাংশ এবং সর্বনিম্ন 44 শতাংশ।