পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোমবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত, শনিতে ভিজবে কোন কোন জেলা? পূর্বাভাস আলিপুরের - RAIN FORECAST IN BENGAL - RAIN FORECAST IN BENGAL

West Bengal Weather Report: গত দু'দিনের থেকে আজ বৃষ্টির তীব্রতা কমবে ৷ তবে বৃষ্টি চলবে আরও দিন চারেক ৷ যদিও দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কম হবে। বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে পারদ ফের ঊর্ধ্বগামী হবে। শনিবার কোন কোন জেলায় বৃষ্টি হবে, তা জানিয়ে দিল হাওয়া অফিস ৷

West Bengal Weather Report
শনিতে ভিজবে কোন কোন জেলা? (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 10:00 AM IST

কলকাতা, 11 মে:মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস! এক সপ্তাহ আগেও তাপপ্রবাহে জেরবার ছিল বাংলা ৷ এখন সেই প্রাণান্তকর গ্রীষ্মের ভোলবদল। ভরা গ্রীষ্মে এখন আষাঢ়ের ছবি। হাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি আরও চার-পাঁচ দিন চলবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে ৷ তবে তীব্রতা কমবে। কমে যাবে বজ্রপাতের সম্ভাবনাও। কলকাতা ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত আরও চার-পাঁচ দিন চলবে।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কম হবে। তবে আরও চার-পাঁচ দিন বৃষ্টিপাত ওখানেও চলবে। দমকা হাওয়া ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে। দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলা মালদা, দুই দিনাজপুরে বৃষ্টিপাতের দাপট থাকবে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন আগামী চার-পাঁচদিনে সেভাবে হবে না। তারপর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে পারদ ফের ঊর্ধ্বগামী হবে। আজ ইডেনে আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। স্বাভাবিকভাবেই প্রশ্ন বৃষ্টি কি ইডেনের মহারণে কাঁটা ছড়াবে?

ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করছে আলিপুর আবহাওয়া দফতর। আগেই জানানো হয়েছিল, বৃহস্পতি ও শুক্রবার বঙ্গজুড়ে মাঝারি বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে। হাওয়া অফিস বলছে আজ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেইজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আগামিকাল এবং সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে বৃষ্টির দাপট কমেছে। তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। 14 তারিখ মঙ্গলবারের পর থেকে পারদ আবার চড়বে। শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে 5.3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4.9 ডিগ্রি কম।

সারাদিনে বৃষ্টিপাত হয়েছে 5.3 মিলিমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ ও সর্বনিম্ন 71 শতাংশ। শনিবার সকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30.4 ডিগ্রি সেলসিয়াস ও 26.4 ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি ও 24 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. শনিবারে ভাগ্য উজ্জ্বল কাদের? জেনে নিন রাশিফলে
  2. বৃষ্টিতে কি ভেস্তে যাবে ইডেনের ম্যাচ? পূর্বাভাস দিল হাওয়া অফিস
  3. কাদের কপালে ভাঁজ আর কোন রাশির ভাগ্য করবে চকমক, জানুন নতুন সপ্তাহের রাশিফলে

ABOUT THE AUTHOR

...view details