পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ! ব্যান্ডেলে আপ-ডাউন লাইনে ব্যাহত ট্রেন চলাচল - TRAIN SERVICE DISRUPTED

হাওড়া-বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ! যান্ত্রিক গোলযোগে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী বেশকিছু ট্রেন।

disrupts train services
ব্যাহত ট্রেন চলাচল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 9:27 AM IST

ব্য়ান্ডেল, 27 ফেব্রুয়ারি: সপ্তাহের ব্যস্ত দিনের শুরুতেই ব্যাহত ট্রেন চলাচল ৷ ব্যান্ডেল-হুগলি স্টেশন ও ব্যান্ডেল-আদিসপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউন দু'টি লাইনেই ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার জন্য বন্ধ ট্রেন চলাচল ৷ বৃহস্পতিবার সকাল 8.15টার পর থেকে বন্ধ রয়েছে কাটোয়া ও বর্ধমান শাখার বেশকিছু ট্রেন ৷

ডাউন কাটোয়া লোকাল 37916 দাঁড়িয়ে রয়েছে কুন্তিঘাট স্টেশনে, পরের ডাউন ট্রেন 37918 গুপ্তিপাড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে। এদিকে, হাওড়া-বর্ধমান মেইন লাইনে পরপর ট্রেন না-থাকায় হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস টাইমে বাড়ছে ভিড়। রেল সূত্রে খবর, আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ট্রেন চলাচল স্বাভাবিক করতে ৷ এদিকে, যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন ও হাঁটা শুরু করেন লাইন বরাবর ৷ আবার কেউ জিটি রোড থেকে সড়ক পথে নিজেদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করেন।

ব্যান্ডেলে আপ-ডাউন লাইনে ব্যাহত ট্রেন চলাচল (ইটিভি ভারত)

ওভারহেডের তাঁর ছিড়ে যাওয়ার কারণে চন্দননগর স্টেশনে দাঁড়িয়ে আপ বালুরঘাট এক্সপ্রেস, শেওড়াফুলি স্টেশনে দাঁড়িয়ে আপ বর্ধমান লোকাল-সহ একাধিক ট্রেন ৷ রেল সূত্রে খবর, হাওড়া-বর্ধমান মেইন লাইনে 08:15 নাগাদ ব্যান্ডেল-হাওড়া লোকাল প্ল্যাটফর্ম নম্বর 3 থেকে যাওয়ার সময় প্যান্টোগ্রাফ (37228DN) ওভারহেড তারের সঙ্গে জড়িয়ে পড়ে ৷ পাশাপাশি, আরেকটি লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ, 37824DN বর্ধমান-হাওড়া লোকাল ব্যান্ডেলের 2 নম্বর প্ল্যাটফর্মের কাছে যাওয়ার সময় ওভারহেড তারের সঙ্গে জড়িয়ে পড়ে। তার জেরেই বিপত্তি !

টাওয়ার ভ্যান ক্রুর সদস্যরা মেরামতির জন্য সাইটে কাজ করছেন ৷ আশা করা হচ্ছে, ট্রেন পরিষেবা শীঘ্রই আবার চালু হবে। পূর্ব রেলের সিপিআরও দীপ্তিময় দত্ত বলেন, "8.15 নাগাদ ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটে ৷ ট্রেনে গোলযোগের সৃষ্টি হয়েছে। দ্রুততার সঙ্গে রেলকর্মীরা কাজ করছেন।ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

ABOUT THE AUTHOR

...view details