কলকাতা, 27 ফেব্রুয়ারি:2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস । দলীয় মেগা সম্মেলনে ফের একবার 'খেলা হবে' স্লোগান তুলে রাজনৈতিক ময়দানে লড়াইয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে স্পষ্ট করে জানিয়ে দিলেন, এবারের নির্বাচনী কৌশল রচনা করবে আইপ্যাক (I-PAC)।
গত কয়েক মাস ধরেই রাজনৈতিক মহলে জল্পনা ছিল, হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ ঘটতে চলেছে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের । কিন্তু সেই সমস্ত জল্পনাকে কার্যত উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বিশেষ বৈঠকে দলের জনপ্রতিনিধি এবং নেতাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে মমতা বলেন, "আইপ্যাকের সঙ্গে কাজ করব, 2026-এর লড়াই হবে আরও বড়, আরও শক্তিশালী ।"
নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক (চিত্র: ফেসবুক) এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা প্রশান্ত কিশোরের আইপ্যাক নয় । ও নতুন রাজনৈতিক দল তৈরি করেছে । এরা নতুন টিম । এদের নামে উলটো পালটা বলা বন্ধ করতে হবে ।"
সাম্প্রতিক অতীতে মদন মিত্র থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইপ্যাক নিয়ে বারবার সরব হয়েছেন । এদিন এই বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাঁদের মুখ বন্ধ করার চেষ্টা করলেন না । একইসঙ্গে এই ভোটকুশলী সংস্থার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন । আর এর থেকেই স্পষ্ট, ছাব্বিশে তৃণমূলের পাশে থাকছে আইপ্যাক । কয়েকদিন আগেই আইপ্যাকের প্রধানের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছিল । তারপরে এই বক্তব্য অবশ্যই ইঙ্গিতবাহী ।
এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামীর নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক কৌশল নির্ধারণে আইপ্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । রাজ্যের প্রতিটি প্রান্তে দলীয় জনপ্রিয়তা, ভোটারদের মনোভাব এবং বিরোধীদের অবস্থান নিয়ে বিস্তারিত সমীক্ষা চালাবে এই সংস্থা । সেই ডাটা বিশ্লেষণ করেই প্রার্থী নির্ধারণ থেকে সাংগঠনিক কৌশল তৈরি করা হবে ।
এদিকে, 2021-এর বিধানসভা নির্বাচনের অন্যতম আলোচিত স্লোগান ছিল 'খেলা হবে'। এবারও সেই স্লোগানকে হাতিয়ার করেই ঝাঁপাতে চায় তৃণমূল । মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, "খেলাটা এবার আরও জোরদার হবে, 2026-এ আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল ।"
তৃণমূলের এই ঘোষণা রাজনৈতিক মহলে বড় প্রভাব ফেলেছে । সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসনসংখ্যা কমে যাওয়ার পর থেকেই দলীয় কৌশলে জোর দিয়েছে তৃণমূল । এবার বিধানসভা ভোটের আগে সেই প্রস্তুতি আরও জোরালো হতে চলেছে । আইপ্যাকের কৌশলী পরিকল্পনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে হাতিয়ার করেই 2026-এর নির্বাচনে 215-রও বেশি আসন জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস । এবারও বাংলার রাজনৈতিক ময়দানে কি 'খেলা হবে' স্লোগানই নির্ণায়ক হবে ? উত্তর মিলবে 2026-এর বিধানসভা নির্বাচনের ময়দানে ৷