পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুন্দরবনে কত রয়্যাল বেঙ্গল টাইগার, জানতে ফের শুরু হল গণনা

এবার 30 দিনের বদলে 45 দিন ধরে জঙ্গলে ক্যামেরা বসিয়ে ছবি তোলা হবে বাঘেদের । এবার সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদী বন দফতর ৷

Tiger census
রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা জানতে সুন্দরবনে শুরু সুমারি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2024, 12:03 PM IST

সুন্দরবন, 26 নভেম্বর: সুন্দরবনে এখন কতগুলি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে ৷ সেই সম্পর্কে সঠিক তথ্য জানতে ফের শুরু হল বাঘ সুমারি ৷ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ । সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে । গত নভেম্বর-ডিসেম্বর মাসে সুন্দরবনে বাঘ সুমারিতে ব্যবহৃত ক্যামেরার ছবি বিশ্লেষণ করে তেমনটাই দাবি করেছিল বন দফতর । তবে গতবারের তুলনায় এবার আরও খানিক বাঘের সংখ্যা বৃদ্ধি হবে বলে আশাবাদী বন আধিকারিকরা ।

সংখ্যার দিক দিয়ে সর্বশেষ সর্বভারতীয় ব্যাঘ্র সুমারিতে (অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশান), সুন্দরবনে বাঘেদের সংখ্যা ছিল 101টি । এরপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মত রয়্যাল বেঙ্গল টাইগারের গণনা করে 2023 সালে । সেই সুমারিতে বাঘের সংখ্যা আরও বেশ খানিকটাই বেড়েছে বলে দাবি করেছিলেন বনকর্তারা । এবার সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদী তাঁরা ।

বাঘের গণনা শুরু সুন্দরবনে (ইটিভি ভারত)

2021-22 সালে হয়েছিল সর্বশেষ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশান । নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই এস্টিমেশানের কাজ করে দেশের সমস্ত ব্যাঘ্র প্রকল্প । কাজ শেষের পর বাঘের ছবি বিশ্লেষণ করে পাওয়া তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় সরকার । কিন্তু প্রতিবছরই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মত করে তাঁদের এলাকায় বাঘেদের পরিসংখ্যান নিয়ে থাকে ।

একইভাবে গভীর জঙ্গলে ইনফ্রা-রে প্রযুক্তি সম্বলিত স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে একমাস ধরে চলে বাঘেদের ছবি তোলার কাজ । ছবি ওঠার পর সেই ছবি বিচার বিশ্লেষণ করে সুন্দরবনে বাঘেদের সংখ্যা নির্ধারণ করে বন দফতর ।

জঙ্গলে ক্যামেরা বসানো হচ্ছে (নিজস্ব ছবি)

বন দফতর জানিয়েছে, এবার 30 দিনের বদলে 45 দিন ধরে জঙ্গলে ক্যামেরা বসিয়ে ছবি তোলা হবে বাঘেদের । পাশাপাশি এবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকা ও 24 পরগনায় বন বিভাগ এলাকায় এক সঙ্গেই ক্যামেরা বসানো হবে । মোট 722টি ক্যামেরা ব্যবহার করা হবে এবারের বাঘ সুমারিতে । প্রায় 350 বনকর্মী এই ক্যামেরা বসানোর কাজ শুরু করেছেন ।

বন দফতর সূত্রের খবর, 1 বছরের নিচে যে সমস্ত শাবকের বয়স সেগুলিকে গণনায় ধরা হয় না । গতবারের ছবি অনুযায়ী, সেই শাবকের সংখ্যাও যথেষ্ট পরিমাণে রয়েছে জঙ্গলে । পাশাপাশি বন দফতরের দাবি, 1 থেকে 3 বছর বয়সি বাঘের সংখ্যাও 20 শতাংশের মত ছিল । ফলে গত এক বছরে যে সুন্দরবনে বাঘেদের সংখ্যা যথেষ্ট বেড়েছে, সে সম্পর্কে কোন সন্দেহ নেই বলেই দাবি বন দফতরের ।

ক্যামেরার ছবি থেকে জানা যাবে বাঘের সংখ্যা (নিজস্ব ছবি)

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর জেমস জাস্টিন বলেন, "30 দিনের পরিবর্তে এবার 45 দিন ক্যামেরাগুলিকে জঙ্গলে রাখা হবে । আমরা আগেভাগে গত বছরের তুলনায় এ বছরে জঙ্গলের পরিধি বাড়ানোর চেষ্টা করেছি ৷ যাতে সঠিক পরিমাণে বাঘের গণনা করা যায় । গত বছরের তুলনায় এ বছর বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি ৷ গত বছর ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে বেশ কিছু বাঘের শাবককে দেখেছিলাম ৷ তার মানে প্রজনন ভালো হচ্ছে । আশা করছি, এ বছরও বাঘের সংখ্যা সুন্দরবনের অনেকটাই বৃদ্ধি পাবে ।"

ABOUT THE AUTHOR

...view details