পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'এই সরকার আর বেশি দিন চলবে না, আমি সব ফাঁস করে ছাড়ব'; আদালত চত্বরে বিস্ফোরক বিকাশ মিশ্র

আলিপুর পকসো আদালতে ফের একবার বিকাশ মিশ্রকে বৃহস্পতিবার পেশ করে কালীঘাট থানার পুলিশ।

VIKAS MISHRA ON STATE GOVERNMENT
বিস্ফোরক দাবি বিকাশ মিশ্রের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 10:43 PM IST

কলকাতা, 28 নভেম্বর: 25 তারিখ আসানসোল আদালতে চার্জ গঠন হওয়ার কথা ছিল। কিন্তু এক নাবালিকাকে যৌন হেনস্তার ঘটনায় কালীঘাট থানার পুলিশ বিকাশ মিশ্রকে তার আগেই গ্রেফতার করে। বৃহস্পতিবার আলিপুর পকসো আদালতে ফের একবার বিকাশ মিশ্রকে পেশ করে কালীঘাট থানার পুলিশ। আর তখনই বিকাশ মিশ্র সাংবাদিকদের উদ্দেশে বলেন, "এই সরকার আর বেশি দিন চলবে না কিন্তু। আমি সব ফাঁস করে ছাড়ব।" বিকাশ মিশ্রের মুখ বন্ধ করার জন্য তার মুখের উপর হাত দিতেও দেখা গেল এক কর্তব্যরত পুলিশকর্মীকে।

কী তথ্য ফাঁস করতে চাইছেন বিকাশ মিশ্র ? এর আগে অভিযুক্তদের কন্ঠরোধ করার ছবি দেখেছিল সাধারণ মানুষ। আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যখন শিয়ালদা আদালতে পেশ করা হচ্ছিল সেই সময় তার মুখে একাধিকবার শোনা যায়, রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের নাম। আদালতের নির্দেশে সঞ্জয় রায়কে যখন কলকাতা পুলিশ পেশ করছিল, সেই সময় সাংবাদিকদের উদ্দেশে সঞ্জয় রায় চিৎকার করে বলে ওঠে, এই সরকার তাকে ফাঁসিয়েছে। তারপর কাকতালীয়ভাবে দেখা গেল যখন শিয়ালদা আদালতে তোলার সময় মুখে শব্দ করে, গাড়ির হর্ন বাজিয়ে এবং গাড়ির গা চাপড়ে আওয়াজ করে সঞ্জয় রায়ের কন্ঠরোধ করার চেষ্টা করেছিল কলকাতা পুলিশ।

ঠিক একইভাবে এদিন যৌন হেনস্থার ঘটনায় কালীঘাট থানার পুলিশ আলিপুর পকসো আদালতে পেশ করছিল বিকাশ মিশ্রকে সেই সময় সরকারের নামে বিস্ফোরক অভিযোগ করে ৷ অবশেষে তার মুখও চেপে ধরেন এক কর্তব্যরত পুলিশ কর্মী। তবে এক বিচারাধীন অভিযুক্তকে পেশ করার সময় তার মুখে হাত দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা কি করতে পারেন একজন কর্তব্যরত পুলিশকর্মী ? এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তবে কেন বিকাশ মিশ্রের মুখ বন্ধ করা হল, তা নিয়ে কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি।

ABOUT THE AUTHOR

...view details