কলকাতা, 22 জুলাই: চলছে বর্ষার বৃষ্টি। এক নাগাড়ে যাতে আবারও আগের মতো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন জলমগ্ন না-হয়ে যায় তাই চলছে গ্রাউটিংয়ের কাজ । সোমবার কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনিগমের নিকাশি পাইপের যেই অংশগুলোতে সমস্যা ছিল সেগুলিকে গ্রাউটিংয়ের সাহায্যে বন্ধ করে মেরামত করার কাজ চলছে । জানানো হয়েছে, গ্রাউটিংয়ের সাহায্যে এখনও পর্যন্ত 645 বস্তা সিমেন্ট প্রবেশ করানো হয়েছে ডায়াফ্রাম ওয়ালের মধ্যে ।
উল্লেখ্য, কলকাতা মেট্রোরেল এবং কলকাতা পুরনিগম যৌথভাবে পরিদর্শন চালায়। কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, কেএমসির নিকাশি পাইপের জন্য 27 জুন পার্ক স্ট্রিট মেট্রো ও এসপ্ল্যানেড স্টেশন বৃষ্টিতে ভেসে গিয়েছিল । পরিদর্শনে দেখা যায়, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের গেট নম্বর 3-এর কাছের একটি দেওয়াল থেকে অনবরত জল নির্গত হচ্ছিল । মেট্রো জানিয়েছে, যৌথ পরিদর্শনের সময় দেখা যায়, কেএমসির 100 বছরের পুরনো ইটের নিকাশি পাইপে স্তরের উপর স্তরে পলি পড়ে গিয়েছে।