আলিপুরদুয়ার, 6 সেপ্টেম্বর: গ্রামে বাড়ি বাড়ি ঘুরে লেখাপড়া শেখাচ্ছে দিদিমণি ও মাস্টারমশাইরা ৷ তাদের কাছেই হাতে খড়ি হচ্ছে বয়স্কদের ৷ আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র-প্রকল্পের পানিঝোড়া গ্রামের প্রতিটি ঘরে যারা শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে, তাদের বয়স সাকূল্যে 14 থেকে 21-22 বছর । আর ওই গ্রামে তাদের ছাত্রছাত্রীদের বয়স কারও 82 বছর তো কারও 65 । খুদে স্যার-ম্যাডামদের হাত ধরে লিখতে পড়তে শিখে আহ্লাদে আটখানা প্রবীণ গ্রামবাসীরা ৷ আগামী প্রজন্মের কারিগরদের এই উদ্যোগে উচ্ছ্বসিত জেলাশাসকও ।
আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র-প্রকল্পের পানিঝোড়া গ্রাম ৷ মেরেকেটে 350 জন বাসিন্দা ৷ স্কুল ও কলেজ অনেকটা দূরে থাকায় এখানকার অনেক ঘরেই পৌঁছয়নি শিক্ষার আলো ৷ অনেকে আবার সুযোগ ও সামর্থ্যের অভাবে ছেলেবেলায় পড়াশোনা করতে পারেননি ৷ তাঁদেরই সাক্ষর করার গুরুদায়িত্ব নিজদের কাঁধে তুলে নিয়েছেন পানিঝোড়ার একদল ছাত্রছাত্রী ৷ তারা হাতে স্লেট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে ৷ বয়স্ক নিরক্ষর গ্রামবাসীদের সই করানো দিয়েই শুরু হচ্ছে প্রথম পাঠ ৷
এলাকার বাসিন্দা কুলবাহাদুর ছেত্রীর অল্প বয়সেই সংসারের হাল ধরতে গিয়ে পড়াশোনা হয়ে ওঠেনি । তবে শেখার কোনও বয়স হয় না । তাই 82 বছর বয়সে গ্রামের খুদে ‘স্যার-ম্যাডামদের’ হাত ধরে নিজের নাম লেখা শিখেছেন । স্লেটে নিজের নামটুকু লেখার পর মুখে হাসি ফুটেছে শিক্ষক ও ছাত্রের । বৃদ্ধ বললেন, "যখন দরকার ছিল, সেই সময়ে পড়াশোনাটা করা হয়ে ওঠেনি । এখন আমাদের নাতি, নাতনির বয়সিদের থেকে শিখছি । এটা অন্যরকম ভালো লাগা ৷"