কানাইপুর, 20 মার্চ: ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে । সবক শেখাতে অভিযুক্ত শিক্ষককে লাইট পোস্টে বেঁধে মার স্থানীয় মহিলাদের । মঙ্গলবার উত্তরপাড়ার কানাইপুরের ঘটনা । অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই শিক্ষক নাবালিকার উপর নিগ্রহ চালাত ৷ স্থানীয় কয়েকজন মহিলা তা জানতে পেরেই এদিন ওই শিক্ষকের উপর চাড়াও হন ৷ পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পকশো আইনে মামলা শুরু হয়েছে। অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত শিক্ষক।
সূত্রের খবর, নির্যাতিতা ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া ৷ আর্থিক দিক থেকেও অস্বচ্ছল ওই পড়ুয়ার পরিবার ৷ বাবা দিনমজুর ও মা পরিচারিকার কাজ করেন ৷ ওই পড়ুয়াকে বিনা পয়সার পড়াতেন অভিযুক্ত শিক্ষক ৷ অভিযোগ, সেই সুযোগেই ছাত্রীকে কখনও সোনার কানের দুল ও মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করতেন তিনি । সম্প্রতি ওই নাবালিকা সমস্ত ঘটনাটি বাড়িতে ও পাড়ার মহিলাদের জানান ৷ এরপরই শিক্ষককে হাতেনাতে ধরার জন্য প্রস্তুতি নেন স্থানীয় মহিলার ৷