পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে লাইট পোস্টে বেঁধে গণপ্রহার

Teacher alleges sexual abuse: সোনার কানের দুল ও মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে । বিয়টি নির্যাতিতা তার বাড়িতে ও স্থানীয় বাসিন্দাদের জানিয়েছিল ৷ তারপর কী হল...

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 11:07 AM IST

কানাইপুর, 20 মার্চ: ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে । সবক শেখাতে অভিযুক্ত শিক্ষককে লাইট পোস্টে বেঁধে মার স্থানীয় মহিলাদের । মঙ্গলবার উত্তরপাড়ার কানাইপুরের ঘটনা । অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই শিক্ষক নাবালিকার উপর নিগ্রহ চালাত ৷ স্থানীয় কয়েকজন মহিলা তা জানতে পেরেই এদিন ওই শিক্ষকের উপর চাড়াও হন ৷ পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পকশো আইনে মামলা শুরু হয়েছে। অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত শিক্ষক।

সূত্রের খবর, নির্যাতিতা ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া ৷ আর্থিক দিক থেকেও অস্বচ্ছল ওই পড়ুয়ার পরিবার ৷ বাবা দিনমজুর ও মা পরিচারিকার কাজ করেন ৷ ওই পড়ুয়াকে বিনা পয়সার পড়াতেন অভিযুক্ত শিক্ষক ৷ অভিযোগ, সেই সুযোগেই ছাত্রীকে কখনও সোনার কানের দুল ও মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করতেন তিনি । সম্প্রতি ওই নাবালিকা সমস্ত ঘটনাটি বাড়িতে ও পাড়ার মহিলাদের জানান ৷ এরপরই শিক্ষককে হাতেনাতে ধরার জন্য প্রস্তুতি নেন স্থানীয় মহিলার ৷

সেই মতো মঙ্গলবার ওই শিক্ষক পড়াতে এসে পড়ুয়ার সঙ্গে অশালীন আচরণ করতে গেলে তাঁকে হাতেনাতে ধরে ফেলে প্রতিবেশী মহিলারা। বাড়ি থেকে বার করে লাইট পোস্টে বেঁধে মারধর করে । অশান্তির খবর পেয়েই উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ি পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন ৷ ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পকশো আইনে মামলা শুরু হয়েছে। এরপরই শিক্ষকের শাস্তির দাবিতে গ্রামবাসীরা কানাইপুর ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়। পাশাপাশি, ওই নির্যাতিতা নাবালিকারও গোপন জবানবন্দির ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ৷ শারীরিক পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. যুবতিকে গণধর্ষণ ও নাবালিকা বোনকে যৌন নির্যাতন, 5 যুবককে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ
  2. চুঁচুড়ায় মোবাইল দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ প্রৌঢ়ের বিরুদ্ধে
  3. মহিলা বন্দিদের উপর ভয়াবহ যৌন নির্যাতন হামাসের, দাবি মার্কিন রিপোর্টের

ABOUT THE AUTHOR

...view details