পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারুইপুরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন গৃহশিক্ষকের ! মুখ বন্ধ রাখতে খুনের হুমকি - Minor Girl Sexually Assaulted - MINOR GIRL SEXUALLY ASSAULTED

Minor Girl Sexually Assaulted: রেল কোয়ার্টারের কোচিং সেন্টারে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগে গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ ৷ অভিযোগ, ওই ছাত্রীর মুখ বন্ধ রাখার জন্য তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল ৷ বারুইপুরে ঘটেছে এই ঘটনা ৷

ETV BHARAT
বারুইপুরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন গৃহশিক্ষকের ! (প্রতীকী চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2024, 2:29 PM IST

Updated : Sep 27, 2024, 3:23 PM IST

বারুইপুর, 27 সেপ্টেম্বর:রেলের কোয়ার্টারে কোচিং সেন্টারে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ! কাউকে জানালে খুনের হুমকি দেওয়ার অভিযোগ । অবশেষে পুলিশের জালে গ্রেফতার গৃহশিক্ষক । অভিযোগকারী ছাড়াও একাধিক ছাত্রীর উপর তিনি যৌন নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টার চালান ওই গৃহশিক্ষক । সেখানেই অষ্টম শ্রেণির ওই ছাত্রী পড়তে যেত । অভিযোগ, মানসিক চাপ তৈরি করে গত তিন-চার মাস ধরে নাবালিকার উপর যৌন নির্যাতন চালাতেন অভিযুক্ত শিক্ষক । নাবালিকা প্রথমে বাড়িতে কিছু জানায়নি । কিন্তু তার আচরণে অস্বাভাবিকত্ব লক্ষ্য করে বাবা ও মা ৷ লাগাতার যৌন নির্যাতনের শিকার হয়ে মানসিক অবসাদে চলে গিয়েছিল নাবালিকা । তাকে কাউন্সেলিং করাতে হয় ।

পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিশ্বনাথ সর্দার । নির্যাতিতার পরিবার তাদের অভিযোগে আরও জানিয়েছেন যে, কোচিং সেন্টারে অন্য মেয়েদের সঙ্গেও একই জঘন্য অপরাধ করেছেন অভিযুক্ত ।

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের মেয়ে সব সময় আতঙ্কে থাকত । কারও সঙ্গে বিশেষ কথা বলতে চাইত না । তার এই অদ্ভুত আচরণের কারণ বুঝতে না-পেরে পরিবার ওই নাবালিকাকে একটি মানসিক রোগ নিরাময়ের হাসপাতালে নিয়ে যায় । সেখানে বেশ কয়েকটি কাউন্সেলিংয়ের পর ভয় কাটিয়ে মাকে সব কথা খুলে বলে নির্যাতিতা । সে জানায়, এ কথা কাউকে বলে দিলে তাকে খুন করা হবে বলে হুমকি দিয়েছিল অভিযুক্ত শিক্ষক ৷ গোটা বিষয়টি জানার পরেই বারুইপুর থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার ।

এ প্রসঙ্গে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, "পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে ।"

Last Updated : Sep 27, 2024, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details