পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'চলে যাচ্ছি' ! হোয়াটসঅ্য়াপ স্ট্যাটাস দিয়ে এক ওড়নায় ফাঁস প্রেমিক-প্রেমিকার - WhatsApp

Suicide extra martial affairs in Durgapur: সুপ্রভা ভুঁইয়ের স্বামীর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রাজকুমার মণ্ডলের। সেই সূত্র ধরে সুপ্রভা ভুঁইদের বাড়িতে যাওয়া-আসা ছিল রাজকুমারের। স্ট্যাটাস দিয়ে এক ওড়নায় ঝুললো প্রেমিক-প্রেমিকা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 6:41 AM IST

Updated : Feb 24, 2024, 6:58 AM IST

দুর্গাপুর, 24 ফেব্রুয়ারি: স্ত্রী আত্মহত্যা করেছিলেন স্বামীর পরকীয়ার কারণে বলে অনুমান। এবার সেই স্বামী ও তাঁর প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার । ঘটনা দুর্গাপুর থানার নিউটন এলাকার । প্রেমিকার বাড়ির ভিতর থেকে রহস্যজনকভাবে উদ্ধার প্রেমিক ও প্রেমিকার ঝুলন্ত দেহ। হোয়াটসঅ্য়াপ স্ট্যাটাস দেখে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের যবুনা গ্রামের বাসিন্দা মৃত প্রেমিকের নাম রাজকুমার মণ্ডল (36) ৷ অন্যদিকে জানা গিয়েছে, মৃতা প্রেমিকার নাম সুপ্রভা ভুঁই (32) ৷ তিনি দুর্গাপুরের নিউটনের বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে খবর, সুপ্রভা ভুঁইয়ের স্বামীর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রাজকুমার মণ্ডলের। সেই সূত্র ধরে সুপ্রভা ভুঁইদের বাড়িতে যাওয়া-আসা ছিল রাজকুমারের। তখনই সুপ্রভার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রাজকুমারের। এই ঘটনা জানতে পেরে স্ত্রী'র সঙ্গে প্রতিনিয়ত বিবাদ লেগেই ছিল রাজকুমারের। সেই বিবাদের জেরেই কয়েক মাস আগে আত্মঘাতী হন রাজকুমারের স্ত্রী বলেও জানা গিয়েছে। তারপরেই সুপ্রভার সঙ্গে আরও ঘনিষ্ঠতা বেড়ে যায় রাজকুমারের।

শুক্রবার সুপ্রভার ছেলে স্কুলে এবং স্বামী ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকের কাজ করতে বের হন। কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরেই স্বামীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মেসেজ ভেসে ওঠে 'চলে যাচ্ছি'। তখনই স্বামী বাড়িতে পৌঁছে জানালার পর্দা সরিয়ে দেখেন বন্ধু রাজকুমার মণ্ডল এবং স্ত্রী সুপ্রভার দেহ ঝুলছে একই ওড়নায়। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। পুলিশ এসে উদ্ধার করে দুটি দেহ। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর হাসপাতালে।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ইস্ট) অভিষেক গুপ্তা বলেন, "কিছু ডিজিটাল তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্য দেখে আত্মঘাতী বলেই প্রাথমিক অনুমান আমাদের।" তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি। অবৈধ সম্পর্কের জেরে মৃত্যু, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য ? গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ ৷

আরও পড়ুন

সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ যুবকের দেহ ঘিরে জট, কাঠগড়ায় বিএসএফ

আদিবাসী তরুণীর উপর পুলিশি বর্বরতা, জাতীয় এসটি কমিশনকে চিঠি পুরুলিয়ার সাংসদের

Last Updated : Feb 24, 2024, 6:58 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details