কলকাতা, 16 জুলাই: আগামী 22 তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। প্রথম দিন শোক প্রস্তাব পাঠ করে এই অধিবেশন শুরু হচ্ছে । তারপর 23 তারিখ থেকে পুরো দমে বিধানসভার অধিবেশন চলবে । আনুষ্ঠানিকভাবে বিধানসভার অধিবেশন সম্পর্কে জানানো হলেও তবে সেখানে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তা এখনও স্পষ্ট নয় ।
সূত্রের খবর, এবার 10 দিন বা তার কিছু বেশি সময় ধরে চলতে পারে এই বিধানসভার অধিবেশন । অধিবেশন প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, 23 তারিখ থেকে পুরোদমে বিধানসভার অধিবেশন চললেও সেখানে কী বিষয় নিয়ে আলোচনা হবে তা পরবর্তী বিএ কমিটির বৈঠক বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে। সেখানেই ঠিক করা হবে অধিবেশন কত দিন ধরে চলবে। তার আগে এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না ।