কলকাতা, 26 এপ্রিল: রাজ্যে লোকসভা নির্বাচন চলাকালীন শেখ শাহজাহানের গড় বলে পরিচিত সন্দেশখালির সরবেড়িয়ায় সিবিআইয়ের তল্লাশি ৷ এই অভিযানে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । উদ্ধার হয়েছে একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র-সহ ও বোমা । এছাড়াও উদ্ধার হয়েছে একাধিক বোমা তৈরির মশলা ও সরঞ্জাম । ঘটনায় শেখ শাহজাহান 'ঘনিষ্ঠ' করিম মিয়াঁকে আটক করেছে সিবিআই ৷ পাশপাশি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বম্ব ডিস্পোসাল স্কোয়ার্ডও তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।
সড়বেড়িয়ায় বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন এনএসজি-র কমান্ডোরা। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তা থেকে দেখা গিয়েছে বিভিন্ন মাঠে রোবট নামিয়েও তল্লাশি করা হচ্ছে। নদীর পার থেকে শুরু করে আলে রোবট দিয়ে তল্লাশি চলছে। নির্বাচন চলাকালীন এভাবে অস্ত্র উদ্ধার থেকে শুরু করে এনএসজির তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই তৃণমলকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর । তাঁর মতে, নির্বাচনে অশান্তি করতেই সন্দেশখালিতে অস্ত্র মজুত করে রেখেছিল তৃণমূল।
সিবিআই সূত্রের খবর, গত 5 জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল ইডি । সেদিন ইডি-র তদন্তকারী আধিকারিকদের উপর চড়াও হয়েছিল শেখ শাহজাহানের দলবল । সেই ঘটনায় আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্ত করছেন সিবিআইয়ের গোয়েন্দারা । তদন্তের স্বার্থেই শুক্রবার সকালে সিবিআইয়ের একটি দল সরবেড়িয়ায় যায় ৷ শেখ শাহজাহান 'ঘনিষ্ঠ করিম মিয়াঁ নামে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা ।