কলকাতা, 21 জানুয়ারি: রাজ্যে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও পরিকাঠামোর অবনতির অভিযোগে এবার বিকাশ ভবন অভিযানের ডাক এসএফআই-এর ৷ আগামী 27 জানুয়ারি এই অভিযানের ডাক দিয়েছে সিপিআইএমের ছাত্র সংগঠন ৷ আর শিক্ষাক্ষেত্রে তৃণমূল সরকারের পারফর্ম্যান্সের ভিত্তিতে একটি রিপোর্ট কার্ডও বানিয়েছে এসএফআই ৷ যেখানে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে 10-এ শূন্য দিয়েছে তারা ৷
বিকাশ ভবন অভিযানে সেই মার্কশিট শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন এফএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক দেবাঞ্জন দে ৷ তিনি বলেন, "এই রাজ্যের অযোগ্য ছাত্র শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁর মার্কশিট আমরা আগামী 27 তারিখে বিকাশ ভবনে ওঁর হাতে তুলে দিয়ে আসব ৷"
কিন্তু, কীসের এই মার্কশিট ? এসএফআই-এর দাবি, রাজ্যের শিক্ষাব্যবস্থা ও পরিকাঠামোর উপর এই মার্কশিট তৈরি করেছে তারা ৷ সেখানেই নাকি শূন্য পেয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী ৷ দেবাঞ্জন দে বলেন, "মুখ্যমন্ত্রী নিজেকে 10-এ 10 দিয়েছেন নিজের মার্কশিটে ৷ আমরা শিক্ষামন্ত্রীর মার্কশিট তৈরি করেছি ৷ যাতে উনি শূন্য পেয়েছেন ৷ আপাতত আগামী 27 জানুয়ারি বিকাশ ভবনে ওঁর হাতে তুলে দেব আমার এই মার্কশিট ৷ এরপর মুখ্যমন্ত্রীর মার্কশিট তৈরি করব ৷"
তাঁদের অভিযোগ, "স্কুলে 240 টাকা ফি নেওয়া উচিত ৷ কিন্তু, নেওয়া হচ্ছে 10 গুন বেশি ৷ ছাত্র সংসদ নির্বাচন 4 বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে ৷ যাতে ক্যাম্পাসগুলিতে থ্রেট কালচার, গুন্ডারাজ চলতে পারে ৷ যাতে শাসকদলের কাছে কাটমানি পৌঁছে যায় ৷ ট্যাব দুর্নীতি, মিড-ডে মিল আর এক কেলেঙ্কারি ৷"
এসএফআই-এর দাবি এসবের উপর ভিত্তি করেই তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মার্কশিট তৈরি করেছেন ৷ যেখান 10টি বিষয় তুলে ধরেছে এসএফআই ৷ সবক’টিতেই ব্রাত্যর প্রাপ্ত নম্বর শূন্য ৷ মার্কশিট অনুযায়ী-
1. শিক্ষা পরিকাঠামোয় সরকারি খরচ বৃদ্ধি- প্রাপ্ত নম্বর 'শূন্য'
2. ড্রপআউট রুখে ছাত্রছাত্রীদের শিক্ষার মূলস্রোতে ফেরানো- প্রাপ্ত নম্বর 'শূন্য'
3. ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য- প্রাপ্ত নম্বর 'শূন্য'