পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালনার হিমঘরে গ্যাস লিক করে মৃত 2 - GAS LEAK IN COLD STORAGE

পূর্ব বর্ধমানের কালনার ভবানন্দপুরের ঘটনা ৷ অসুস্থ দু’জন ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Gas Leak in Cold Storage
কালনার হিমঘরে গ্যাস লিক করে মৃত 2 (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 2:28 PM IST

কালনা, 27 ফেব্রুয়ারি: হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে দু’জনের মৃত্যু হয়েছে । গ্যাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও দু’জন । বৃহস্পতিবার সকালের দিকে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার ভবানন্দপুরে ।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন ও কালনা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম সজল ঘোষ ও সর্বানপ্রসাদ শর্মা । সজল ঘোষের বাড়ি কালনা শহরেই ৷ অন্যজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

কালনার হিমঘরে গ্যাস লিক করে মৃত 2 (ইটিভি ভারত)

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন কালনা-2 ব্লকের ভবানন্দপুর এলাকায় একটা হিমঘরে কমপ্রেসার ব্লাস্ট করে অ্যামোনিয়া গ্যাস লিক করে । চারদিকে সাদা ঝাঁঝালো ধোঁয়া ছড়িয়ে পড়ে । আতঙ্কে ছোটাছুটি শুরু করে কর্মরত শ্রমিকেরা । বেশ কয়েকজন ওই গ্যাসে অসুস্থ হয়ে পড়েন । এদের মধ্যে বেশ কয়েকজনকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে দু’জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয় । বাকিদের সেখানে চিকিৎসা চলছে । হিমঘর সংলগ্ন এলাকায় গ্রামবাসীরা এই ঘটনায় আতঙ্কিত ।

গ্রামবাসীরা বলেন, এদিন হঠাৎ দেখা যায় হিমঘর সংলগ্ন মাঠ দিয়ে অনেক মানুষ ছোটাছুটি করছেন । জানা যায়, হিমঘরে কিছু ব্লাস্ট করে অ্যামোনিয়া গ্যাস লিক করেছে । দু’জন মারা গিয়েছে । তবে দিনের বেলায় দুর্ঘটনা ঘটায় কিছুটা হলেও সাধারণ মানুষ রক্ষা পেয়েছেন । তবে রাতের দিকে হলে অনেক মানুষের প্রাণ সংশয় হতে পারতো । কীভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ ।

পূর্ব বর্ধমানের কালনায় হিমঘরে গ্যাস লিক নিয়ন্ত্রণে দমকল কর্মীরা৷ (নিজস্ব চিত্র)

হিমঘরে গ্যাস লিক করার ফলে অন্ধকারে ছুটোছুটি করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে চোট পান বুদ্ধদেব প্রামাণিক ৷ হাসপাতালের বেডে বসে তিনি বলেন, ‘‘কোল্ড স্টোরেজে অ্যামোনিয়াম গ্যাস লিক করেছে আমরা তখন কাজ করছিলাম । আমরা আটজন ছিলাম । পালাতে গিয়ে পড়ে গেলাম । পায়ে চোট লেগেছে ।’’

হিমঘরের কর্মী অভিজিৎ রায় বলেন, ‘‘ভিতরে একটা অ্যামোনিয়াম গ্যাসের কমপ্রেসার ব্লাস্ট করে । ভিতরে অন্ধকার হয়ে যায় । আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল । আমরা ছুটে পালানোর চেষ্টা করি । ভিতরে কে আটকে ছিল জানি না ।’’

পূর্ব বর্ধমানের কালনায় হিমঘরে গ্যাস লিক নিয়ন্ত্রণে দমকল কর্মীরা৷ (নিজস্ব চিত্র)

গ্রামবাসী সৈকত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গ্রামের ভিতরে বাড়িতেই ছিলাম । গ্যাস লিক করেছে শুনলাম । ঘর থেকে বেরিয়ে দেখলাম মাঠ দিয়ে সার বেঁধে মানুষ যাচ্ছে । খবর পেয়ে ফায়ার ব্রিগেড ও পুলিশ যায় । দু’জন মারা গিয়েছে । এই ঘটনা রাতের বেলা হলে অনেক মানুষের প্রাণ সংশয় হতো ।’’

ABOUT THE AUTHOR

...view details