পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিয়ারডোবা স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির দু'টি বগি - BOGIES OF GOODS TRAIN DERAILED

পাথর বোঝাই মালগাড়িটি ধীর গতিতে চলছিল ৷ হঠাৎ লাইন থেকে সরে যায় দু'টি বগি ৷

BOGIES OF GOODS TRAIN DERAILED IN BANKURA
লাইনচ্যুত মালগাড়ির দু'টি বগি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 8:17 PM IST

পিয়ারডোবা (বাঁকুড়া), 22 নভেম্বর: ফের দুর্ঘটনার কবলে মালগাড়ি ৷ শুক্রবার বিকেলে বাঁকুড়া জেলার পিয়ারডোবা স্টেশনের কাছে একটি মালগাড়ির দু'টি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ এই দুর্ঘটনার পর ওই স্টেশনের কাছে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ নাকাল হন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে পাথর বোঝাই একটি মালগাড়ি রেল লাইনের ধারে পাথর ফেলতে ফেলতে অত্যন্ত ধীর গতিতে বিষ্ণুপুর থেকে গড়বেতার দিকে যাচ্ছিল ৷ ট্রেনটি পিয়ারডোবা স্টেশন পেরতেই আচমকা প্রবল শব্দ শুনতে পান এলাকাবাসীদের অনেকে ৷ প্রথমে সকলেই ভেবেছিলেন, মালগাড়ি থেকে পাথর ফেলার শব্দ শুনেছেন ৷ কিন্তু রেল লাইনের সামনে এসে দেখা যায় মালগাড়ির দু'টি বগি লাইন থেকে নেমে গিয়েছে ৷ স্থানীয়দের দাবি, মালগাড়িটি অত্যন্ত ধীর গতিতে থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি ৷

বাঁকুড়ার পিয়ারডোবা স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির দু'টি বগি (ইটিভি ভারত)

ঠিক একদিন আগে লোকাল ট্রেনের কামড়ায় সাপ দেখা যায় বলে অভিযোগ ওঠে। দমদম-শান্তিপুর লোকালে এমনই অদ্ভুত অভিজ্ঞতার সমুখীন হন প্রত্যক্ষদর্শী পিউ সরকার থেকে শুরু করে অন্যরা। তবে বিস্তর খোঁজাখুজির পরও ট্রেনে সাপ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি রেলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পেশ করা হয়নি। এবার মালগাড়ি লাইনচ্যুত হল বাঁকুড়ায়।

সাম্প্রতিক অতীতে একাধিকবার বড় দুর্ঘটনা ঘটেছে রেলে। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া এই সমস্ত ঘটনায় বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। অনেকে আহতও হয়েছেন। স্বভাবতই রেলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে বিভিন্ন মহলে। রেলমন্ত্রীর পদত্যাগের দাবিও করেছে বিরোধীরা। তবে তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় সরকার পাল্টা দাবি, রেলের পরিকাঠামো উন্নয়নের কাজ দীর্ঘদিন ধরেই চলছে। তবে তার মধ্যেও বেশ কিছু জায়গায় ফাঁক থেকে যাচ্ছে। তার জেরেই ঘটছে দুর্ঘটনা। পরিস্থিতির ভয়বহতা যাতে কমে তার জন্য সবরকমের চেষ্টা চলছে বলে দাবি রেলের।

ABOUT THE AUTHOR

...view details