পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনা টিকিটে যাত্রা রুখতে বিশেষ প্রচার শিয়ালদা স্টেশনে - APP TO CURB TICKETLESS TRAVEL

টিকিট কাটার দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না ৷ তাছাড়া বিনা টিকিটে ভ্রমণ রুখতে এবার টিকিট কাটার মোবাইল অ্যাপের প্রচার হল শিয়ালদা স্টেশনে ৷

Campaign of Mobile App to get ticket easily
স্টেশনে মোবাইল অ্যাপের প্রচার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 7:14 AM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: বিনা টিকিটে ট্রেনে সফর করার প্রবণতা রয়েছে অনেকেরই ৷ লোকাল ট্রেনে এমন ঘটনা অহরহ হয়ে থাকে ৷ কিছু কিছু যাত্রী যেমন জেনেবুঝেই বিনা টিকিটে ভ্রমণ করেন আবার অনেকেই তাড়াহুড়োর সময় টিকিট কাউন্টারে লম্বা লাইন দেখে ট্রেন ছেড়ে যাওয়ার আশঙ্কায় টিকিট কাটার বিষয়টি এড়িয়ে যান ৷

তাই এই সময় মাঝেমধ্যেই টিকিট চেকিং অভিযান চালানো হয় প্ল্যাটফর্ম চত্বরে ৷ তবে যাত্রীদের আরও সুবিধা করে দিতে বহু দিন ধরেই রয়েছে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন ৷ তাও যাত্রীদের মধ্যে টিকিট মেশিন থেকে টিকিট কাটার ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে ৷

এই পরিস্থিতিতে টিকিট কাউন্টারের ভিড় এড়িয়ে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনে টিকিট কাটা এবং যাত্রীদের উৎসাহ বাড়াতে এবং ইউটিএস (আনরিজার্ভড টিকেটিং সিস্টেম) মোবাইল অ্যাপের ব্যবহার বৃদ্ধিতে পূর্ব রেলের একাধিক স্টেশনে বিশেষ সচেতনতামূলক অভিযান চালু করা হয়েছে ৷

সহজে টিকিট কাটার মোবাইট অ্যাপের প্রচার (ইটিভি ভারত)

এদিকে অভিযোগ উঠছে, বেশ কিছু স্টেশনে একেবারে টিকিট কাউন্টারের পাশেই টিকিট ভেন্ডিং মেশিনগুলো বসানো থাকে ৷ কিন্তু যাত্রীরা মেশিনের ব্যবহার করেন না ৷ এছাড়া বহু যাত্রী মেশিন ব্যবহার করে টিকিট কাটায় স্বচ্ছন্দ নন ৷ তাই যাত্রীদের মধ্যে এই বিষয়টি নিয়ে সচেতনতা বাড়াতে এবার এক অভিনব পদ্ধতির মাধ্যমে প্রচার অভিযান চালাল রেল কর্তৃপক্ষ ৷

যাত্রী, শিশু এবং রেল কর্মীদের হাতে দেখা গেল এই সংক্রান্ত প্ল্যাকার্ড ৷ সেখানে লেখা রয়েছে একাধিক স্লোগান ৷ রেলের মার্কেটিং বিভাগের কর্মীরা যাত্রীদের নিজেদের ফোনে অ্যাপটি ডাউনলোড করে দিচ্ছেন ৷ কীভাবে ওই অ্যাপ ব্যবহার করতে হয়, সেটিও একেবারে হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন তাঁরা ৷

শিয়ালদা ডিআরএম দীপক নিগম এই প্রসঙ্গে বলেন, "ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহারের ফলে যাত্রীদের টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটার লম্বা লাইন দিতে হবে না ৷ এছাড়া বহু মানুষ টিকিট ছাড়া ভ্রমণ করার ফলে রেলের রেভিনিউ লস হচ্ছে, যা পক্ষান্তরে রেলের সংস্কারের কাজে ব্যবহার করা যাচ্ছে না ৷ আমরা যাত্রীদের অনুরোধ করছি, তাঁরা যেন এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন এবং রেল পরিষেবাকে আরও উন্নত করতে সাহায্য করেন ৷"

তিনি আরও জানিয়েছেন, শিয়ালদা বিভাগ এই সচেতনতা অভিযানের মাধ্যমে ডিজিটাল লেনদেন, স্মার্ট টিকেটিং এবং আধুনিক রেল পরিষেবার উপর আরও বেশি করে জোর দিতে চাইছে ৷ শিয়ালদা ডিভিশনের সবক'টি স্টেশনেই এই ধরনের সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে ৷ দৃষ্টিহীন যাত্রীদের জন্য স্টেশনে স্টেশনে বিশেষ ক্যাম্প করা হচ্ছে ৷ এই ক্যাম্পে দৃষ্টিহীন যাত্রীদের ফোনে অ্যাপটি ডাউনলোড করে দেওয়া হচ্ছে ৷ কীভাবে অ্যাপটি ব্যবহার করতে হয় সেটিও শিখিয়ে দেওয়া হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details