পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্দেশ মেনে মালদায় মমতার সভা ভরাতে হল স্কুলপড়ুয়াদের, বাস না-মেলায় দুর্ভোগ 2 দিনাজপুরেও - MAMATA BANERJEE IN MALDA

নির্দেশ মেনে মালদায় মুখ্যমন্ত্রীর সভা ভরাতে হল খুদে স্কুলপড়ুয়াদের ৷ অসন্তুষ্ট শিক্ষক ও অভিভাবকরা ৷ বাস না-মেলায় দুর্ভোগ দুই দিনাজপুরেও ৷

ETV BHARAT
নির্দেশ মেনে মালদায় মমতার সভা ভরাতে হল স্কুলপড়ুয়াদের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 7:54 PM IST

মালদা, 21 জানুয়ারি: মালদার প্রশাসনিক সভা থেকে জেলার জন্য 1211 কোটি 54 লাখ 24 হাজার টাকায় 123টি প্রকল্পের উদ্বোধন এবং 76টি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে রাজ্যের প্রশাসনিক প্রধানের সভার জন্য এদিন বেশ কয়েক ঘণ্টার জন্য স্তব্ধ হয়ে রইল মালদা শহর ৷ সকালের পশ্চিমা বাতাস গায়ে মেখে ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে সভাস্থল ভরাতে হল ছোট ছোট স্কুল পড়ুয়াদের ৷ অবশ্য শুধু মালদাবাসীকেই নয়, দুর্ভোগ পোহাতে হয়েছে দুই দিনাজপুর জেলার মানুষকেও ৷

শনিবারই শহরের বেশ কয়েকটি স্কুলের কাছে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের নির্দেশ আসে, মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত হওয়ার জন্য মঙ্গলবার পড়ুয়াদের সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে স্কুলে ঢুকতে হবে ৷ স্কুল থেকে র‍্যালি করে তাদের সভায় যেতে হবে ৷ প্রত্যেককে স্কুলের নির্দিষ্ট পোশাক পরে, মেয়েদের মাথায় ফিতে দিয়ে অথবা ফিতে দিয়ে চুল বেঁধে, সঠিক জুতো ও মোজা পরে আসতে হবে ৷ র‍্যালিতে কেউ জলের বোতল নিয়ে অংশ নেবে না ৷ প্রত্যেকের জন্য সভাস্থলে পানীয় জল ও ভারী টিফিনের বন্দোবস্ত করা হয়েছে ৷ পড়ুয়াদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে বেলা সাড়ে 12টায় অভিভাবকদের ডিএসএ ময়দানে উপস্থিত হতে হবে ৷

নির্দেশ মেনে মালদায় মমতার সভা ভরাতে হল স্কুলপড়ুয়াদের (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, লিখিতভাবে নয়, মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের এই নির্দেশ স্কুলগুলিতে এসেছে মৌখিক আকারে ৷ এনিয়ে স্বাভাবিকভাবেই কোনও মন্তব্য করতে চাননি ডিআই বাণীব্রত দাস ৷ তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই যে তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন তা জানাচ্ছেন তাঁর দফতরের কর্মীদের একাংশ ৷ এই নির্দেশ নিয়ে ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষও ৷

দুর্ভোগ পোহাল গৌড়বঙ্গ (নিজস্ব চিত্র)

নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্কুলের প্রধান শিক্ষিকা বলেই ফেললেন, "এভাবে খুদে পড়ুয়াদের নিয়ে ছিনিমিনি না করাই ভালো ৷ এখন সকাল 10টার আগে রোদের দেখা মেলে না ৷ প্রথমে নির্দেশ দেওয়া হয়েছিল, কাউকে সোয়েটার পরিয়ে সভায় নিয়ে যাওয়া যাবে না ৷ পরে আমাদের কথায় অবশ্য সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয় ৷ আর মুখ্যমন্ত্রীর সভায় স্কুলের ছেলেমেয়েরা কী করবে ? তারা তাঁর ভাষণের কতটা বুঝবে ? শুধু কি হাততালি দেওয়ার জন্য তাদের নিয়ে যাওয়া হল ? এই সভার জন্য তাদের একটি দিনের ক্লাস তো নষ্ট হল ৷"

দুর্ভোগ পোহাল গৌড়বঙ্গ (নিজস্ব চিত্র)

এদিন সকাল থেকেই শুনশান মালদা শহরের রাস্তাঘাট ৷ জাতীয় সড়কে কোনও বাস নেই ৷ জানা গেল, রাজ্যের প্রশাসনিক প্রধানের সভায় লোক নিয়ে যেতে জেলার সমস্ত রুটের বাস তুলে নেওয়া হয়েছে ৷ প্রশাসনের তরফে বাস পাঠানো হয়েছে প্রতিটি ব্লকে ৷ মুম্বইয়ে কাজ সেরে বাড়ি ফিরছিলেন দক্ষিণ দিনাজপুরের বিশ্বনাথ মার্ডি ৷ বাস পেতে রথবাড়ি মোড়ে ঘণ্টা দুয়েক অপেক্ষার পর ধৈর্যচ্যুতি ঘটে তাঁর ৷

মালদার প্রশাসনিক সভার জন্য দুর্ভোগ (নিজস্ব চিত্র)

তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীরা আসেন কেন ? আমাদের জন্য তাঁরা মন্ত্রী হন ৷ আর চেয়ারে বসে আমাদের কথাই ভুলে যান ৷ মানুষকে এভাবে দুর্ভোগে ফেলার অধিকার তাঁদের কে দিয়েছে ?" অবশেষে বেলা 12টা নাগাদ ঘরে ফেরার জন্য একটি ছোট গাড়িতে চাপতে পেরেছেন তিনি ৷ তবে শুধু মালদাই নয়, মুখ্যমন্ত্রীর সভার জন্য এদিন দুই দিনাজপুর জেলা থেকেও শতাধিক বাস তুলে নেওয়া হয়েছিল ৷ ফলে ওই দুই জেলার বাসিন্দারাও এদিন সমস্যায় পড়েছেন ৷

বাস না-মেলায় দুর্ভোগ 2 দিনাজপুরেও (নিজস্ব চিত্র)

সকাল 10টা নাগাদ নেতাজি মার্কেটে সবজি বাজার করছিলেন অনিরুদ্ধ দত্ত ৷ তাঁর বক্তব্য, "ভোর থেকে শহরের প্রতিটি রাস্তা বন্ধ ৷ চারদিকে বাঁশের ব্যারিকেড ৷ ছোট গলিগুলির মুখও ব্যারিয়ার দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ ৷ শহরে রিকশা কিংবা টোটো চলতে পারছে না ৷ হাতে গোনা কিছু টোটো অলিগলি দিয়ে চলাচল করলেও চার থেকে পাঁচগুণ ভাড়া হাঁকাচ্ছে ৷ আর এসব ভালো লাগে না ৷ আমরা সাধারণ মানুষ, সাধারণভাবেই থাকতে চাই ৷ নেতা-মন্ত্রীরা আমাদের সেভাবে থাকতে দিচ্ছেন কোথায় ?" একই বক্তব্য হৈমন্তী রায়, সমীর সাহাদেরও ৷

ডিএসএ ময়দানের সভা শেষ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দেওঘরের উদ্দেশে রওনা দেওয়ার পরই শহরের যাবতীয় বিধিনিষেধ তুলে নেওয়া হয় ৷ হাঁফ ছেড়ে বাঁচে আমআদমি ৷

ABOUT THE AUTHOR

...view details