কালিম্পং, 26 এপ্রিল: সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিম্পং জেলার বিভিন্ন বুথে ৷ ভোটাররা সাতসকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমিয়েছেন ৷ তবে পুরুষদের থেকে মহিলাদের মধ্যে ভোটদানের উৎসাহ চোখে পড়ার মতো রয়েছে ৷ দক্ষিণের থেকে উত্তরে তাপমাত্রা কম থাকলেও গরম থেকে রেহাই নেই ৷ তাই সকাল সকাল ভোট দিতে বেশি আগ্রহ দেখা যাচ্ছে পাহাড়বাসীর মধ্যে ৷ তাই লম্বা লাইন দেখা গিয়েছে বুথগুলির সামনে ৷ নতুন ভোটার কৌশিকা ছেত্রী ও স্নেহা তামাংয়ের কথায়, "প্রথমবার ভোট দিতে পারব ভেবে আমরা খুবই আনন্দিত ৷ যিনি ভালো নেতা তাঁকেই ভোট দেব ৷ আমরা চাই গ্রামের সমস্যার সমাধান হোক ৷"
আজ রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। উত্তরবঙ্গের রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং, এই তিনটি আসনে ভোটগ্রহণ চলছে। দার্জিলিং নির্বাচনী এলাকার কালিম্পংয়ে এবারে মোট 288টি বুথ রয়েছে । যার মধ্যে মোট ভোটার 2 লক্ষ 18 হাজার 98 জন ৷ এর মধ্যে পুরুষ ভোটার 1 লক্ষ 7 হাজার 589 জন, মহিলা ভোটার 1 লক্ষ 10 হাজার 509 জন এবং নতুন ভোটার 5 হাজার 843 জন ।