পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

4 জানুয়ারি পর্যন্ত জেলেই কাটাতে হবে পার্থ ও 'কালীঘাটের কাকু'কে - PRIMARY TEACHERS RECRUITMENT SCAM

পার্থ চট্টোপাধ্যায় ও সুজয়কৃষ্ণ ভদ্রকে ফের জেল হেফাজতের নির্দেশ সিবিআই আদালতের ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানি আগামী 4 জানুয়ারি ৷

partha-chatterjee-and-sujay-krishna-bhadra
ফের জেল হেফাজত পার্থ ও সুজয়কৃষ্ণের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 18 hours ago

কলকাতা, 21 ডিসেম্বর:প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ফের 4 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় চলতি বছরের অক্টোবর মাসে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার (শোন এরেস্ট) করেছিল সিবিআই। সেই মামলার শনিবার বিচারভবনে বিশেষ সিবিআই আদালতে শুনানি ছিল। মামলাটিরও পরবর্তী শুনানি 4 জানুয়ারি। অর্থাৎ নতুন বছরের শুরুটা জেলেই কাটাতে হবে পার্থ ও 'কালীঘাটের কাকু'কে

আদালত সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মোট 3টি মামলা রয়েছে। তার মধ্যে ইডি-র মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ। অন্যদিকে, সিবিআইয়ের মামলায় কলকাতা হাইকোর্টে তিনি যে জামিনের আবেদন করেছিলেন তার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত। সেই মামলায় যদি ধরে নেওয়া যায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মিলতে পারে। তারপরও তাঁকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেতে হবে ৷ তবেই তাঁর জেল মুক্তি সম্ভব বলে জানাচ্ছেন আইনজীবীরা।

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু' খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। এমনকী ওষুধও খাচ্ছেন না সিবিআই হেফাজতে। তাই ফের সুজয়কৃষ্ণকে আজ সিবিআই হেফাজতে চায়নি। সিবিআই আদালতের বিচারক তাঁকে এদিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার সুজয়কৃষ্ণকে শোন অ্যারেস্ট করার পর হেফাজতে নিয়েছিল সিবিআই। শনিবার পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ ছিল।

এদিন কলকাতার বিচারভবনে বিশেষ সিবিআই আদালতে ফের মামলাটি শুনানির জন্য উঠলে সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, "সুজয়কৃষ্ণ ভদ্র তাদের (সিবিআই) হেফাজতে থাকাকালীন খাওয়া-দাওয়া করছেন না। এমনকী তাঁর জরুরি কিছু ওষুধপত্রও নিচ্ছেন না। এই পরিস্থিতিতে তাঁর শরীর আরও খারাপ হওয়ার আশঙ্কা বাড়ছে। আপাতত তাই সুজয় কৃষ্ণ ভদ্রকে নতুন করে হেফাজতে চাইছে না সিবিআই।

অন্যদিকে, সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী ফের জামিনের আবেদন জানিয়েছিলেন আজ ৷ সেই আবেদন খারিজ করেছেন বিচারক। তাঁকে ফের আগামী 4 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

খাওয়াদাওয়া ছেড়ে ব্ল্যাকমেলিং! কালীঘাটের কাকুকে হেফাজতেই নিল না সিবিআই

ABOUT THE AUTHOR

...view details