হিঙ্গলগঞ্জ, 26 মে: বাংলার আকাশে ফের দুর্যোগের ভ্রূকুটি। আজ থেকে তিন বছর আগে যেদিন যশ আছড়ে পড়েছিল সুন্দরবন এলাকায়, ঠিক একইদিনে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল' আছড়ে পড়ার কথা সেখানে। যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সুন্দরবনের দ্বীপ এলাকায়। এতেই রাতের ঘুম উড়েছে সুন্দরবনবাসীর। বিশেষ করে নদীপাড়ের বাসিন্দারা পড়েছেন মহা ফ্যাঁসাদে! চোখেমুখে তাঁদের আতঙ্কের ছাপ। কী করবেন আর না-করবেন, তা ভেবেই আতঙ্কে গ্রামবাসীরা।
দ্বীপবেষ্টিত নদীপাড়ের বাসিন্দারা এতটাই আতঙ্কিত যে সকাল থেকেই ঘরবাড়ি ছেড়ে নদীর পাড়ে এসে বসে আছেন। মাথায় হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন নদীর জলস্তরের দিকে। কারণ, নদী ফুলে ফেঁপে উঠলেই কাঁচাবাঁধ ভেঙে জল ঢুকবে একের পর এক গ্রামে ৷ আবারও তাঁদের বানভাসি হতে হবে। সেই আশঙ্কা যেন চেপে বসেছে সুন্দরবনবাসীর মনে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় সতর্কতা রয়েছে উত্তর 24 পরগনা জেলা প্রশাসনও। বৃষ্টির জোরালো না-হলেও আকাশে কালো মেঘ ৷
আরও পড়ুন:সাগর থেকে 270 কিমি দূরে 'রেমাল', দুপুরেই পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে