পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত মুরারই থানার ওসি, মৃত গাড়িচালক - Road Accident

Birbhum Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ওসির গাড়িচালক ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মুরারই থানার ওসি ৷

ETV Bharat
ভয়বাহ পথ দুর্ঘটনা

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 10:54 AM IST

Updated : Feb 10, 2024, 11:52 AM IST

গণপুর, 10 ফেব্রুয়ারি: ডাম্পারের সঙ্গে পুলিশ আধিকারিকের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ এই পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়িচালকের ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন বীরভূমের মুরারই থানার ওসি সাকিব সাহাব ৷ তাঁকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

শনিবার ভোরে পথ দুর্ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের বীরভূমের মহম্মদবাজার থানার গণপুরে ৷ মৃত চালকের নাম সেখ সাবরুদ্দিন ৷ তাঁর বাড়ি বীরভূমের পানরুই এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁকিনাড়ার নিজের বাড়ি থেকে গাড়িতে মুরারই ফিরছিলেন মুরারই থানার ওসি সাকিব সাহাব ৷ গণপুরের কাছে একটি লরিকে ওভারটেক করতে গিয়েছিলেন ওই গাড়িচালক ৷ সেই সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওসির গাড়িচালক হামিদুল সেখের ৷ গুরুতর জখম হন ওসি ৷ খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ৷ পুলিশ ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে ৷

মৃত গাড়িচালকের আত্মীয় সিকন্দর খান বলেন, "গণপুরের জঙ্গলে একটি দুর্ঘটনা ঘটেছে ৷ গাড়িচালক সেখ সাবরুদ্দিনের মৃত্যু হয়েছে ৷ তিনি পুলিশের গাড়ি চালাচ্ছিলেন ৷ গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয় ৷" এর আগে 8 ফেব্রুয়ারি ওড়িশার বালাসোরে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হন 12 জন ৷ তাঁরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ ভোররাতে ডাম্পারের সঙ্গে যাত্রীবোঝাই বাসের ধাক্কা লাগে ৷

এর ঠিক আগের দিনই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একটি দশ চাকার লরি উলটে 2 জনের মৃত্যু হয়েছে ৷ ওই লরিটি ভুট্টা বোঝাই ছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরিটি স্করপিও গাড়ির উপর পড়ে যায় ৷

আরও পড়ুন:

  1. চলন্ত বন্দে ভারতে উঠতে গিয়ে মৃত্যু যুবকের
  2. নিয়ন্ত্রণ হারিয়ে দশ চাকার লরি উলটে গেল চারচাকার উপর ! রায়গঞ্জে পথদুর্ঘটনায় নিহত 2
  3. রামপুরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত অন্তত 4, আহত 11
Last Updated : Feb 10, 2024, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details