পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদিবাসী তরুণীকে অত্যাচারের অভিযোগে 'ক্লোজ' অভিযুক্ত ওসি

Kotshila OC Closed: বেআইনি মদের অভিযানে গিয়ে আদিবাসী তরুণীকে অত্যাচারের অভিযোগ পুরুলিয়ার কোটশিলা থানার ওসি তুফান দাঁ-র বিরুদ্ধে ৷ তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 4:50 PM IST

পুরুলিয়া, 21 ফেব্রুয়ারি:এক আদিবাসী তরুণীর উপর পুলিশি অত্যাচারের অভিযোগে ক্লোজ হলেন পুরুলিয়ার কোটশিলা থানার ওসি তুফান দাঁ। সেই সঙ্গে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সিভিক কর্মী ও এক গ্রামীণ পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার প্রত্যন্ত ওই এলাকায়।

ঘটনা প্রসঙ্গে ওই তরুণীর দাবি, গত রবিবার বেলা প্রায় বারোটা নাগাদ কয়েকজন পুলিশ তাঁদের বাড়িতে আসেন ৷ বাড়িতে মদ রাখা আছে বলে তল্লাশি শুরু করেন ৷ অভিযোগ এরপরই তাঁর উপর অত্যাচার করা হয়। এই ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণীর বাড়িতে পৌঁছন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ওই মহিলার উপর অত্যাচারের অভিযোগ তোলেন ৷ বলেন, "রবিবার বাহিনী নিয়ে গিয়ে ওই তরুণীর বাড়িতে গিয়ে অত্যাচার করে পুলিশ। ওই তরুণীকে মারধর করা হয়। শুধু তাই নয়। তার বাড়িতে থাকা চল্লিশ হাজার টাকাও ছিনিয়ে নেয় পুলিশ।" তরুণীকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করবেন বলেও জানান সাংসদ।

মঙ্গলবার রাতে ওই তরুণী কোটশিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেখানেই জানান, তাঁর বাবা বাড়িতে মাত্র 2 লিটার মদ রেখেছিলেন ৷ সেই খবর পেয়েই কোটশিলা থানার ওসি-সহ একাধিক পুলিশ কর্মী তল্লাশি করতে এসেছিলেন ৷ তখনই তাঁকে মারধর করা হয় হলে অভিযোগ ৷ ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "মৌখিক অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সকাল থেকেই ব্যবস্থা নেওয়া হয়। বিভাগীয় তদন্ত শুরু করে জেলা পুলিশ। আপাতত কোটশিলার ওসি তুফান দাঁকে ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে।"

ঘটনা প্রসঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, "পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কিন্তু বিজেপি বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করছে ।"

আরও পড়ুন:

  1. নির্বাচনের আগে বিজেপি প্রার্থী আদিবাসী তরুণীকে হেনস্তার অভিযোগ! অস্বীকার তৃণমূলের
  2. শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারির দাবি, গ্রামবাসীদের ক্ষোভে অগ্নিগর্ভ সন্দেশখালি
  3. 4 বছরে সঞ্চয় 2 লক্ষ, ঘর সারানোর বরাদ্দে গ্রামের রাস্তা তৈরি করছেন ডোরা !

ABOUT THE AUTHOR

...view details