পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি নেতা খুনের ঘটনায় একাধিক বাড়ি সিল করল এনআইএ - NIA Probes BJP Leader Murder Case

NIA Probes BJP Leader Murder Case: পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি নেতা খুনের ঘটনায় এবার সেখানকার একাধিক বাড়ি সিল করে দিল এনআইএ ৷ আজ ওই গ্রামে হানা দিয়ে বেশকিছু বাড়িতে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা ৷

ETV BHARAT
বিজেপি নেতা খুনের ঘটনায় একাধিক বাড়ি সিল করল এনআইএ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 3:33 PM IST

পূর্ব মেদিনীপুর, 10 সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতা খুনের ঘটনার তদন্তে গিয়ে একাধিক বাড়ি সিল করে দিল এনআইএ ৷ ময়না থানার বাগচা এলাকায় আজ 14টি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালান জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । তল্লাশির পর একাধিক বাড়ি সিল করে দেওয়া হয় ৷

বিজেপি নেতা খুনের ঘটনায় একাধিক বাড়ি সিল করল এনআইএ (নিজস্ব ভিডিয়ো)

ময়না থানার বাকচা গ্ৰাম পঞ্চায়েতর গোড়ামাহাল গ্রামে বিজেপির বুথ সভাপতিকে খুনের ঘটনার তদন্তে আজ সেখানে পৌঁছয় এনআইএ-র দল ৷ গত 2023 সালের 1 মে সন্ধ্যায় গোড়ামোহাল গ্রামের বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কয়েকজন দুস্কৃতী খুন করে বলে অভিযোগ । সেই ঘটনার পরেই মৃত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে ময়না থানায় 44 জনের নামে অভিযোগ দায়ের করা হয় । কিন্তু পুলিশ তদন্তে নেমে ওই তালিকার 9 জনের নাম রেখে বাকিদের নাম বাতিল করে দেয় । পরবর্তী সময়ে ওই নয়জনকে গ্ৰেফতার করে পুলিশ । তবে তাঁদের মধ্যে আবার পাঁচজন জামিনে মুক্তি পেয়ে যান ৷ বাকি চারজন এখনও সংশোধনাগারে বন্দি ।

তবে এই ঘটনা নিয়ে পরবর্তী সময়ে মৃত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় ৷ আদালতে এই ঘটনার এনআইএ তদন্ত দাবি করে মৃতের পরিবার ৷ আদালত তাঁদের দাবি মেনে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল ৷ তারই প্রেক্ষিতে আজ ময়নার বাকচা গ্ৰাম পঞ্চায়েতের গোড়ামোহাল গ্ৰাম হানা দেয় এনআইএ-র প্রতিনিধি দল ৷

একাধিক বাড়ি সিল করল এনআইএ (নিজস্ব চিত্র)

মোট 14টি দলে ভাগ হয়ে 200 জন অফিসার আজ যান ময়নায় । ওই ঘটনায় যাঁদের নামে অভিযোগ রয়েছে, তাঁদের বাড়িতে তল্লাশি চালানো হয় । এরপর বাড়িগুলি সিল করে দেওয়া হয় । তবে অভিযুক্তদের অনেকেই পলাতক রয়েছেন । সুত্রের তরফে জানা যায়, মনোরঞ্জন হাজরা, আমিতাভ ভঞ্জ, নবকুমার খুঠিয়া, সুজিত কর, সৌমিত্র মণ্ডল, বুদ্ধদেব মণ্ডলের বাড়ি সিল করে দেওয়া হয়েছে ।

বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক এপ্রসঙ্গে বলেন, "দ্রুততার সঙ্গে তদন্ত চলছে ৷ আমরা আশাবাদী দ্রুত দোষীরা ধরা পড়বে ও শাস্তি পাবে । কোর্টের নির্দেশমতো তদন্ত চলছে । নোটিশ দিয়ে বাড়ি সিল করে দেওয়া হচ্ছে । শুধু এনআইএ দল নয়, ময়না থানার পুলিশ-সহ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সদস্য এবং ব্লক প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত রয়েছেন এদিনের তল্লাশি অভিযানে । সবার সহযোগিতা নিয়ে তদন্ত করছেন উচ্চপদস্থ আধিকারিকরা ৷"

ABOUT THE AUTHOR

...view details