হায়দরাবাদ, 7 এপ্রিল:ভূপতিনগর কাণ্ডে পূর্ব পরিকল্পিত রাজনৈতিক চক্রান্তের সব অভিযোগ অস্বীকার করল জাতীয় তদন্তকারী সংস্থা ৷ এক্স হ্যান্ডেলে গোটা ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলেও উল্লেখ করেছে কেন্দ্রীয় সংস্থাটি ৷ ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তদন্ত অভিযানে সবরকম আতাঁতের অভিযোগও খারিজ করেছে এনআইএ ৷ ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে যাওয়া এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে তৃণমূল নেতা-নেত্রীদের তোলা শ্লীলতাহানির অভিযোগের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিবৃতি সামনে এসেছে শনিবার।
2022 পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে হওয়া বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের বিষয়ে এনআইএ জানিয়েছে যে, আইন অনুযায়ী এই মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাখ্যান করে এনআইএ এই বিষয়ে তৈরি হওয়া বিতর্ককে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, এনআইএ তদন্তকারী দলের উপর হামলার পরে যে পদক্ষেপ করা হয়েছে তা সম্পূর্ণ আইন মেনেই নেওয়া হয়েছে।
ভূপতিনগর বিস্ফোরণ মামলায় সেখানে তদন্ত অভিযানে যাওয়া আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভূপতিনগর থানায় কেন্দ্রীয় সংস্থা এনআইএ'র বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। ভূপতিনগরের এই ঘটনায় কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব আরও গভীর হয়েছে। শনিবার থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে সোচ্চার হন।