হাওড়া, 11 মে:পঞ্চম দফায় আগামী 20 মে নির্বাচন হাওড়ায় ৷ তার আগে আগামিকাল শেষ রবিবাসরীয় প্রচার সেখানে ৷ আর ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে হাওড়ায় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আরও এক দফায় বঙ্গে নির্বাচনী প্রচারে আগামিকাল চার-চারটি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী ৷ তার মধ্যে একটি সভা তিনি করবেন হাওড়ার সাঁকরাইলে ৷ উল্লেখযোগ্যভাবে একইদিনে হাওড়ায় সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ৷
প্রথমে উলুবেড়িয়া এবং পরে হাওড়ার আমতায় রবিবার নির্বাচনী জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী ৷ সবমিলিয়ে হাওড়ায় আগামিকাল শেষ রবিবাসরীয় প্রচার এককথায় জমজমাট ৷ রাজ্যে আগামিকাল একাধিক নির্বাচনী জনসভায় অংশ নিতে শনিবার রাতেই রাজ্যে চলে আসছেন মোদি ৷ রীতি মেনে রাজভবনেই রাত্রিবাস করবেন তিনি ৷ সূত্রের খবর, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। রাত আটটার আশপাশে পৌঁছে যাবেন রাজভবনে। রাতে সেখানেই থাকবেন।
দেশজুড়ে নির্বাচন শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী শেষবার বঙ্গে সভা করেছিলেন গত 3 মে ৷ ওইদিন রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে নদিয়ার তেহট্টে জনসভার পাশাপাশি মুর্শিদাবাদ ও বীরভূমেও সভা করছিলেন মোদি ৷ রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মীর রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের আবহে গত 2 মে রাজভবনে রাত্রিবাস করেছিলেন প্রধানমন্ত্রী ৷
দলীয় সূত্রে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চারটি জনসভার নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে ৷ নির্ঘণ্ট অনুযায়ী রবিবার সকাল 11টা 30 মিনিটে ভাটপাড়ায় প্রথম জনসভাটি রয়েছে প্রধানমন্ত্রীর। সভা চলবে বেলা 12টা 10 মিনিট পর্যন্ত। এরপর তিনি চলে যাবেন হুগলির চুঁচুড়ায়। সেখানে দুপুর 1টা থেকে 1টা 40 মিনিট পর্যন্ত হবে জনসভা। এরপর বেলা 2টো 30 থেকে 3টে 10 মিনিট পর্যন্ত আরামবাগে ঘোষিত জনসভা কর্মসূচি প্রধানমন্ত্রীর। এরপর বিকেল 4টে থেকে হাওড়ার সাঁকরাইলে তাঁর পরবর্তী এবং শেষ জনসভাটি রয়েছে।
আরও পড়ুন:
- 'রাজ্যপাল ডাকলেও রাজভবনে যাব না, রুচিতে বাধবে', তোপ মমতার
- এবারও প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে না কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রী মোদির