ব্যারাকপুর, 21 জানুয়ারি: বাঘাযতীনের ছায়া এবার কামারহাটিতে ! ফের হাইড্রলিকের সাহায্যে উচুঁ করতে গিয়ে বিপত্তি । হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল । ঘটনার জেরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় কামারহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের ধুবিয়াবাগান এলাকায় । নির্মীয়মাণ ওই বহুতলের পাশেই রয়েছে সরকারি একটি স্কুল । যার ফলে আতঙ্কগ্রস্ত শিক্ষক থেকে অভিভাবক সকলেই । ঘটনাটি জানার পর সেখানে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুরসভা ।ঘটনার পর থেকেই পলাতক ওই বহুতলের প্রোমোটার । তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় ওই বহুতলটি নির্মাণ হচ্ছে, আগে সেখানে একটি পুকুর ছিল । অভিযোগ, সেই পুকুর ভরাট করে তৈরি হচ্ছে ওই বহুতল । শুধু তাই নয়, পুকুর ভরাটের পর পুর আইন না মেনেই বিগত ছয়-সাত ধরে বহুতলটি'র নির্মাণ কাজ চলছে বলেও অভিযোগ উঠেছে ।এই নিয়ে ক্ষোভও রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে । তারই মধ্যে মঙ্গলবার দুপুরে হাইড্রলিকের সাহায্যে বহুতলটি উঁচু করতে গিয়ে বিপত্তি ঘটে ।হেলে পড়ে এক দিকে, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন ।
বহুতলটি'র ঠিক পাশেই রয়েছে একটি সরকারি স্কুল । যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয় । কমবেশি পড়ুয়ার সংখ্যা প্রায় দেড়শো । স্বভাবতই বিল্ডিং হেলে পড়ার ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তাঁরাও । কিন্তু, প্রশ্ন হল পুর আইন না মেনে কীভাবে সবার অলক্ষ্যে ওই বহুতলটি'র নির্মাণ এতদিন ধরে চলল ? পুরসভা কী করছিল ? নাকি সবকিছু জেনেও উদাসীন ছিল স্থানীয় প্রশাসন ? ঘটনার পর এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে ।