কুলটি, 27 এপ্রিল: উত্তর 24 পরগনার সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সন্দেশখালির সরবেড়িয়ায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি সেখানে আগে থেকে আদৌ ছিল কি না, সেই নিয়েই শনিবার প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘কেউ জানেই না, কী কী পাওয়া গিয়েছে, কোথা থেকে পাওয়া গিয়েছে ৷ এটা হতেই পারে ওরাই গাড়ি করে নিয়ে এসেছে ৷ ওখানে থাকার কোনও প্রমাণ নেই ৷’’
এ দিন মমতা বন্দ্যোপাধ্য়ায় নির্বাচনী জনসভা করেন পশ্চিম বর্ধমানের কুলটিতে ৷ ওই সভার মঞ্চ থেকে একাধিক ইস্যুতে বিজেপি, কেন্দ্রীয় সরকার ও নরেন্দ্র মোদিকে নিশানা করেন ৷ এমনকী, আসানসোল লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমালোচনা শোনা যায় তাঁর গলায় ৷ এর পাশাপাশি তিনি সন্দেশখালির অস্ত্র উদ্ধারের বিষয়টি সরব হন ৷
শুরুতে তিনি রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘‘কেন এখানে একটা চকোলেট বোমা ফাটলেও আপনাকে সিবিআই, আপনাকে এনআইএ, আপনাকে এনএসজি... যেন কোনও যুদ্ধ হচ্ছে ৷ আর একতরফা করবে, রাজ্য পুলিশকে বলবে না ৷’’ এর পরই তিনি সন্দেশখালির অস্ত্র উদ্ধারের প্রসঙ্গ তোলেন ৷ প্রশ্ন করেন, অস্ত্রগুলি আগে থেকে সেখানে রাখা ছিল নাকি ওখানে নিয়ে গিয়ে লোকদেখানো উদ্ধার করা হয়েছে !
শনিবারও উত্তর 24 পরগনায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ সেই প্রসঙ্গও তোলেন মমতা৷ এর সঙ্গে মিশিয়ে দেন চাকরি বাতিল সংক্রান্ত রায়ের বিষয়টি ৷ তিনি বলেন, ‘‘আজ সন্দেশখালিতে একটা ছোট ঘটনা ঘটেছে ৷ বিজেপির একটা নেতার ঘরে বোমা জমা করে রাখা ছিল ৷ মনে করে বোমা মেরে আর চাকরি খেয়ে নির্বাচনে জিততে পারবে ৷ এটা আমাদেরও চ্যালেঞ্জ বোমা মেরে ও চাকরি খেয়ে ভোটে জিততে পারবেন না ৷’’
এছাড়া এ দিন আরও যে বিষয়গুলিতে কুলটির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, সেগুলি হল -