পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালিতে অস্ত্র মজুত ছিল নাকি বাইরে থেকে নিয়ে লোকদেখানো উদ্ধার, প্রশ্ন তুললেন মমতা - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata Banerjee: সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার পশ্চিম বর্ধমানের কুলটির নির্বাচনী জনসভা থেকে তিনি এই প্রশ্ন তোলেন ৷ ওখানে অস্ত্র আগে থেকে ছিল নাকি লোকদেখানো উদ্ধার, সেই নিয়েই এ দিন সরব হয়েছেন মমতা ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 3:46 PM IST

কুলটি, 27 এপ্রিল: উত্তর 24 পরগনার সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সন্দেশখালির সরবেড়িয়ায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি সেখানে আগে থেকে আদৌ ছিল কি না, সেই নিয়েই শনিবার প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘কেউ জানেই না, কী কী পাওয়া গিয়েছে, কোথা থেকে পাওয়া গিয়েছে ৷ এটা হতেই পারে ওরাই গাড়ি করে নিয়ে এসেছে ৷ ওখানে থাকার কোনও প্রমাণ নেই ৷’’

এ দিন মমতা বন্দ্যোপাধ্য়ায় নির্বাচনী জনসভা করেন পশ্চিম বর্ধমানের কুলটিতে ৷ ওই সভার মঞ্চ থেকে একাধিক ইস্যুতে বিজেপি, কেন্দ্রীয় সরকার ও নরেন্দ্র মোদিকে নিশানা করেন ৷ এমনকী, আসানসোল লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমালোচনা শোনা যায় তাঁর গলায় ৷ এর পাশাপাশি তিনি সন্দেশখালির অস্ত্র উদ্ধারের বিষয়টি সরব হন ৷

শুরুতে তিনি রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘‘কেন এখানে একটা চকোলেট বোমা ফাটলেও আপনাকে সিবিআই, আপনাকে এনআইএ, আপনাকে এনএসজি... যেন কোনও যুদ্ধ হচ্ছে ৷ আর একতরফা করবে, রাজ্য পুলিশকে বলবে না ৷’’ এর পরই তিনি সন্দেশখালির অস্ত্র উদ্ধারের প্রসঙ্গ তোলেন ৷ প্রশ্ন করেন, অস্ত্রগুলি আগে থেকে সেখানে রাখা ছিল নাকি ওখানে নিয়ে গিয়ে লোকদেখানো উদ্ধার করা হয়েছে !

শনিবারও উত্তর 24 পরগনায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ সেই প্রসঙ্গও তোলেন মমতা৷ এর সঙ্গে মিশিয়ে দেন চাকরি বাতিল সংক্রান্ত রায়ের বিষয়টি ৷ তিনি বলেন, ‘‘আজ সন্দেশখালিতে একটা ছোট ঘটনা ঘটেছে ৷ বিজেপির একটা নেতার ঘরে বোমা জমা করে রাখা ছিল ৷ মনে করে বোমা মেরে আর চাকরি খেয়ে নির্বাচনে জিততে পারবে ৷ এটা আমাদেরও চ্যালেঞ্জ বোমা মেরে ও চাকরি খেয়ে ভোটে জিততে পারবেন না ৷’’

এছাড়া এ দিন আরও যে বিষয়গুলিতে কুলটির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, সেগুলি হল -

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ: মমতার দাবি, প্রধানমন্ত্রী শুধুমাত্র মিথ্যা কথা বলেন ৷ এত মিথ্য়ুক প্রধানমন্ত্রী তিনি আগে কখনও দেখেননি ৷ প্রধানমন্ত্রী শুধু বাংলার বদনাম করতে ৷ মমতার অভিযোগ, মানুষকে দেশকে তাড়ানোই মোদির একমাত্র কাজ ৷ বিজেপি দেশ, ধর্ম, জাতি, মানুষ বিক্রি করে দিচ্ছে ৷ তাই তাঁর মতে, দিল্লিতে বিজেপি সরকার সরলে তবেই দেশরক্ষা পাবে ৷

পাশাপাশি বাংলার উন্নয়ন নিয়ে মোদি মিথ্য়ে কথা বলছে বলেও দাবি করেন মমতা ৷ ফের সরব কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ৷ একশো দিনের কাজে বাংলায় কোনও দুর্নীতি হয়নি বলে তাঁর অভিযোগ ৷ হয়ে থাকলে তিনি প্রমাণ দেখানোর দাবি তোলেন ৷

আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া সম্পর্কে: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগ, 2019 সালে বর্ধমান-দুর্গাপুরে জেতার জন্য অনেক খরচ করেছিলেন ৷ কিন্তু তার পর পাঁচ বছর তাঁকে দেখা যায়নি ৷ এবারও একইভাবে জেতার চেষ্টা করছেন ৷ আলুওয়ালিয়ার উদ্দেশ্যে মমতার প্রশ্ন, যখন শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলা হল, তখন বিজেপির ওই সাংসদ সমালোচনা করেননি ৷

বিরোধীদের জোট ইন্ডিয়া প্রসঙ্গে: মমতা জানান, বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে ৷ বাংলা থেকেই তাঁরা ‘ইন্ডিয়া’ নেতৃত্ব দেবেন ৷

আরও পড়ুন:

  1. আমেরিকার আগ্নেয়াস্ত্র ব্যবহারের শখ ছিল শাহজাহানের ! অনুমান সিবিআইয়ের
  2. শাহজাহান গড়ে বিস্ফোরক-আগ্নেয়াস্ত্র উদ্ধার, নেপথ্যে এনএসজি’র অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সারমেয়
  3. নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে সন্দেশখালিতে সিবিআই তল্লাশি! কমিশনে অভিযোগ তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details