পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদা পৌঁছেই বাবলার বাড়িতে মমতা, চৈতালিকে স্বামীর অসম্পূর্ণ কাজের দায়িত্ব - MAMATA BANERJEE IN MALDA

মালদা গিয়ে প্রয়াত তৃণমূল নেতা দুলাল সরকারের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কথা বললেন প্রয়াত নেতার স্ত্রীয়ের সঙ্গে ৷ বেরিয়ে কী বললেন তিনি ?

Mamata Banerjee at Dulal Sarkar Home in Malda
প্রয়াত নেতার স্ত্রীকে পাশে নিয়ে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2025, 6:02 PM IST

মালদা, 20 জানুয়ারি: মুর্শিদাবাদ থেকে মালদায় নেমেই মুখ্যমন্ত্রী সোজা চলে গেলেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের মহানন্দা কলোনির ফ্ল্যাটে ৷ প্রণাম করার পর তাঁকে ভিতরে নিয়ে গেলেন দুলালবাবুর স্ত্রী চৈতালি ঘোষ সরকার ৷

চৈতালির সঙ্গে একান্তে কথা বলে মিনিট পঁচিশ পর ফ্ল্যাট থেকে বেরিয়ে মমতা বলেন, "চৈতালির সঙ্গে ডিটেইলস আলোচনা করলাম ৷ যার জন্য দেখতে পাচ্ছ, আমার সঙ্গে কেউ আসেনি ৷ আমি একা এসেছি ৷ আমার সঙ্গে এসপি আর আইবির হেড যিনি আছেন, তিনি এসেছেন ৷ এই কেসে আমি এটুকু বলতে পারি, যে যত বড়ই হোক না কেন, প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে ৷ কতগুলো কথা আমার কানে এসেছে ৷ সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার ৷ আমি ডিজির সঙ্গেও এর মধ্যে কথা বলেছি ৷ এসপিকে বলেছি ৷ আইবির যারা আছে তাদেরও বলেছি ৷ বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে ৷"

মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রয়াত দুলালের স্ত্রী চৈতালি সরকারের বক্তব্য (ইটিভি ভারত)

মমতা আরও বলেন,"বাবলা আমার চিরকালের পরিচিত ৷ ও আমাদের একজন নিরলস কর্মী ছিল ৷ এলাকার মানুষের কাছে জনপ্রিয় ছিল ৷ কিন্তু মালদার রাজনীতি আমি বুঝি না ৷ এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না ৷ কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে পুর নির্বাচনে কেউ কেউ জিতে যায় ৷ পুরসভাটা আমরা পাই ৷ কিন্তু এমপি-এমএলএ হয় না ৷ দুর্ভাগ্য এটা ৷ এর মধ্যে কী রহস্য আছে সেটা আমি জানি ৷ অনেক রকম খেলা চলে ৷ এই খেলা চললে আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে ৷"

চৈতালির কথায়, "প্রেসের সামনে আমার কিছু বলার নেই ৷ উনি আমাকে কিছু কথা জিজ্ঞেস করলেন ৷ আমি সব জানিয়েছি ৷ উনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন ৷ ধৈর্য ধরে আমার কথা শুনেছেন ৷ আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম ৷ উনার প্রতি আমার অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা যে আমার কথা শোনার জন্য তিনি আমার এখানে চলে এসেছেন ৷ বাবলার প্রতি তাঁর যে আস্থা ও ভরসা ছিল, সেটা তিনি এখানে বলে গেলেন৷ বাবলার অসমাপ্ত কাজ নিয়ে তিনি নিজের কথা বলেছেন ৷ আগামী দিনে সেটা আরও ভালো বোঝা যাবে ৷ আমি চাই, এই ঘটনায় যারা আসল দোষী তারা ধরা পড়ুক ৷ তাদের সর্বোচ্চ শাস্তি হোক ৷ পুলিশ তাদের কাজ করছে ৷ আগামী দিনে নিশ্চয়ই তারা সব কিছু বলবে ৷ আমরা কোর্টের মাধ্যমে পরিষ্কার জানতে পারব ৷"

নিহত দুলাল সরকার ছিলেন তৃণমূলনেত্রীর অত্যন্ত স্নেহধন্য ৷ মালদায় ঘাসফুলের পত্তন কার্যত দুলালবাবুর হাত ধরেই হয়েছিল ৷ নেত্রীর কাছে তিনি ছিলেন আদরের বাবলা ৷ কংগ্রেস ছেড়ে নতুন দল প্রতিষ্ঠার পর কোনও কারণে তিনি মালদায় এলে বাবলার বাড়ি অবশ্যই যেতেন ৷ চৈতালির রান্না করা খাবার খেতেন ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পরও তিনি মালদা সফরে এলে দুলালবাবুর বাড়ি থেকে তাঁর জন্য খাবার যেত ৷ সম্ভবত সেই কারণেই দুলালবাবু কখনও কখনও বেসুরো গাইলেও তাঁকে প্রকাশ্যে কখনও সতর্ক করেননি তৃণমূলনেত্রী ৷ শুধু নিহত দুলালবাবুর রাজনৈতিক উত্থান নয়, তাঁর ব্যবসা ফুলেফেঁপে ওঠার পিছনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ প্রভাব রয়েছে বলে মনে করে জেলার রাজনৈতিক মহল ৷

তবে এদিন তৃণমূলনেত্রীর বক্তব্যে একটা ধোঁয়াশা থেকেই গিয়েছে ৷ তিনি জানিয়েছেন, বাবলার অসমাপ্ত কাজ চৈতালি করবে ৷ তৃণমূলের অন্দরের খবর, নিহত দুলালবাবুকে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান করার বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল ৷ তবে কি চৈতালিকে সেই দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়ে গেলেন মমতা ? এই প্রশ্নই ঘুরছে দলের অন্দরে ৷

ABOUT THE AUTHOR

...view details