মালদা, 23 ফেব্রুয়ারি: 20-25 বছর ধরে এলাকায় বসবাস করছে 30-35টি পরিবার ৷ জমির রেকর্ডও তাঁদের নামে ৷ অভিযোগ, গত বছর কালীপুজোর পর থেকে হঠাৎ এলাকায় উদয় হয় কিছু দুষ্কৃতীর ৷ বাসিন্দাদের তারা হুমকি দেয়, জমি তারা কিনে নিয়েছে ৷ সবাইকে ঘর সরিয়ে নিতে হবে ৷ প্রথমে স্থানীয়রা ওই দুষ্কৃতীদের তেমন গুরুত্ব দেননি ৷
তাঁদের দাবি, গতকাল তারা ফের এলাকায় তাণ্ডব চালিয়ে বলে যায়, রবিবারের মধ্যে সবাই ঘর সরিয়ে না নিলে বুলডোজার দিয়ে সব বাড়ি ভেঙে দেবে তারা ৷ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার প্রবল বিক্ষেভ দেখান স্থানীয় মানুষ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রশিলাদহ গ্রামের বাগানপাড়ায় ৷
স্থানীয় বাসিন্দা রাখি সাহা বলেন, “এরা সবাই দুষ্কৃতী ৷ পাশের গ্রামে বাড়ি ৷ কিন্তু ওদের নাম জানি না ৷ এর আগেও ওরা এসে জমি খালি করার হুমকি দিয়ে গিয়েছিল ৷ গতকাল ওরা ফের এলাকায় আসে ৷ এবার বোমা, পিস্তল, রামদার মতো অস্ত্র নিয়ে ৷ একটা বাড়ি ভেঙেও দেয় ৷ বলে গিয়েছে, রবিবারের মধ্যে ঘর খালি করে দিতে হবে ৷ নইলে গুলি করবে ৷ বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেবে ৷ রবিবার ওরা নাকি আমিন দিয়ে পুরো জায়গা মাপামাপি করবে ৷’’
তিনি আরও বলেন, ‘‘ওদের ভয়ে গতকাল আমরা প্রতিবাদ করতে পারিনি ৷ ওরা আজ সকালেও এসেছিল ৷ তবে আজ কিছু বলিনি৷ কালীপুজো থেকেই এই ঝামেলা চলছে ৷ ওরা দিনের বেলাতেই আসছে ৷ গোটা বিষয়টি আমরা পঞ্চায়েত সদস্য-সহ অনেককে জানিয়েছি ৷ ভয়ে আমরা গতকাল থেকে ঠিকমতো খেতেও পারছি না ৷ আমরা এখানে 20-25 বছর ধরে বসবাস করছি ৷ জমির রেকর্ড আমাদের কাছেই আছে ৷ আমরা সবাই গরিব মানুষ ৷ খেটে খাই ৷ অনেক কষ্টে জমি কিনেছি ৷ সেই জমি দখল করতে চাইছে দুষ্কৃতীরা ৷ প্রশাসনের কাছে আমাদের আর্জি, আমাদের সুরক্ষার ব্যবস্থা করা হোক ৷”
এলাকার আরেক বাসিন্দা শ্যামল ঘোষ বলেন, “20-25 বছর ধরে এখানে আমরা বসবাস করছি ৷ হঠাৎ দুষ্কৃতীরা আমাদের জমি দখল করতে চাইছে ৷ স্বেচ্ছায় জমি খালি না করলে খুনের হুমকি দিচ্ছে ৷ আমরা গরিব মানুষ ৷ সবাই সকালে কাজে বেরিয়ে যাই ৷ বাড়িতে মেয়েরাই থাকে ৷ সেই সময় ওরা এখানে আসছে ৷ প্রশাসন এনিয়ে কোনও পদক্ষেপ না নিলে আমরা বড়সড় আন্দোলনে নামব ৷”
এদিকে এলাকাবাসীর বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ ৷ পুলিশকর্মীরা আশ্বাস দেন, এই নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ৷ ওই দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টাও করা হবে ৷ মালদা থানার পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে যথাযথ পদক্ষেপ করা হবে ৷
আরও পড়ুন:
- টাকা নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত দোকানের কর্মী, অধরা আততায়ীরা
- উদ্ধার মুণ্ডহীন দেহ, নাবালিকাকে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ মালদা
- পুলিশের তোলাবাজির অভিযোগ, মালদায় একজোট হয়ে আন্দোলনে ট্রাক মালিকরা