পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'কেন্দ্রের বিজ্ঞাপনে মিথ্যাচার', প্রধানমন্ত্রীর কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি তৃণমূলের - Kunal alleges centre lies

Kunal Ghosh demands Centre White paper over allocation: কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে বরাদ্দ নিয়ে যে বিজ্ঞাপন দিয়েছে তাতে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ করলেন কুণাল ঘোষ ৷ এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 3:43 PM IST

কলকাতা, 14 মার্চ:একাধিক সংবাদপত্রে আবাস যোজনা এবং 100 দিনের কাজ নিয়ে তথ্য দিয়ে বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় সরকার । এই বিজ্ঞাপনকে চূড়ান্ত মিথ্যাচার বলে দাবি করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এই নিয়ে আজ সকালেই এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এ বার এই নিয়ে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে বিজ্ঞাপন নিয়ে সরব হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।

এ দিন কুণাল ঘোষ বলেন, "কেন্দ্রীয় সরকার এই বিজ্ঞাপনে দাবি করেছে যে, তারা নাকি 4 লক্ষ 89 হাজার বাড়ি স্যাংশন করেছে । কত বড় স্যাংশন দেখুন । বিজ্ঞাপনে বাড়ির অনুমোদনের কথা বলা হলেও টাকা দিলেন কই । আমরা খুব স্পষ্ট করে বলছি, 11 লক্ষ মানুষ যাঁদের বাড়ি পাওয়ার কথা তাঁদের বঞ্চিত করেছে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার । আজ কেন্দ্রীয় সরকার বলছে 4 লক্ষ 89 হাজার বাড়ির আমরা অনুমোদন দিয়েছি । এ ক্ষেত্রে টাকা না দিলে অনুমোদনের অর্থ কী ! যে 11 লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা সেই টাকা কোথায় ? এই বিজ্ঞাপনে টাকা নিয়ে কোনও সদুত্তর নেই । এখানেই আমাদের দল স্পষ্টভাবে বলতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমরা আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি এ ধরনের বিজ্ঞাপন না দিয়ে তিনটি বছর 21-22, 22-23, এবং 23-24 এই আর্থিক বছরে আপনারা যে টাকা দিয়েছেন, তার একটা শ্বেতপত্র প্রকাশ করুন ।"

কুণাল ঘোষ এ দিন আরও বলেন, "আপনারা কোনও টাকা দেননি, উলটে কথার জাগলারি করছেন । বিজেপি জনসভায় দাবি করছে 42 হাজার কোটি টাকা নাকি তারা দিয়েছে । আমরা মনে করিয়ে দিচ্ছি 14 ডিসেম্বর 2022 । রাজ্য সরকার আপনাকে লিখেছে টাকা দিন । কিন্তু তিনটি আর্থিক বছরে একটি টাকাও দেওয়া হয়নি ।" তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ দিন দাবি জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মিথ্যাচার না করে এই নিয়ে প্রেস বিবৃতি দিন । টাকা লেনদেনের ব্যাংক ডিটেইলস প্রকাশ করুন ।

এর আগে, এ নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ বিজেপি শীর্ষ নেতৃত্বকে তাঁর সঙ্গে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়ে তিনি টুইটে লেখেন, "সর্বভারতীয় বিজেপিকে বলছি, মিথ্যাচার ছড়ানোর জন্য পাবলিক ফান্ড নষ্ট করছেন । আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে ওয়ান অন অন বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি ৷ 2021 সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে তাদের পরাজয়ের পর থেকে আবাস যোজনা ও মনরেগার মতো প্রকল্পগুলিতে একটিও পয়সা বরাদ্দ করে থাকলে তার প্রমাণ দিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন ৷"

এই নিয়ে সরব হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও । তিনিও কেন্দ্রীয় সরকারের এই মিথ্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন । শশী পাঁজার কথায়, এ সব করে আসলে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার । এ দিন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা দলের মুখপাত্র শান্তনু সেনও । তিনি বলেন, সব জেনেশুনেই মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী । বাস্তবে যদি টাকা বাংলাকে দিয়ে থাকেন, তাহলে কেন তার ব্যাংক ডিটেলস সংবাদমাধ্যমে প্রকাশ করছেন না তিনি ।

আরও পড়ুন:

  1. 'তারিখ ঠিক করুন', মোদি-শাহকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ অভিষেক-ডেরেকের
  2. উন্নয়ন দেখে স্বজনপোষণের রাজনীতি দুর্বল হয়ে পড়ছে, যোগীরাজ্যে বার্তা মোদির
  3. তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক, লড়ছেন ইউসুফ পাঠান-রচনা বন্দ্যোপাধ্যায়-দেব-জুন ; দেখুন সরাসরি

ABOUT THE AUTHOR

...view details