কলকাতা, 14 মার্চ:একাধিক সংবাদপত্রে আবাস যোজনা এবং 100 দিনের কাজ নিয়ে তথ্য দিয়ে বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় সরকার । এই বিজ্ঞাপনকে চূড়ান্ত মিথ্যাচার বলে দাবি করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এই নিয়ে আজ সকালেই এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এ বার এই নিয়ে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে বিজ্ঞাপন নিয়ে সরব হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।
এ দিন কুণাল ঘোষ বলেন, "কেন্দ্রীয় সরকার এই বিজ্ঞাপনে দাবি করেছে যে, তারা নাকি 4 লক্ষ 89 হাজার বাড়ি স্যাংশন করেছে । কত বড় স্যাংশন দেখুন । বিজ্ঞাপনে বাড়ির অনুমোদনের কথা বলা হলেও টাকা দিলেন কই । আমরা খুব স্পষ্ট করে বলছি, 11 লক্ষ মানুষ যাঁদের বাড়ি পাওয়ার কথা তাঁদের বঞ্চিত করেছে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার । আজ কেন্দ্রীয় সরকার বলছে 4 লক্ষ 89 হাজার বাড়ির আমরা অনুমোদন দিয়েছি । এ ক্ষেত্রে টাকা না দিলে অনুমোদনের অর্থ কী ! যে 11 লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা সেই টাকা কোথায় ? এই বিজ্ঞাপনে টাকা নিয়ে কোনও সদুত্তর নেই । এখানেই আমাদের দল স্পষ্টভাবে বলতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমরা আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি এ ধরনের বিজ্ঞাপন না দিয়ে তিনটি বছর 21-22, 22-23, এবং 23-24 এই আর্থিক বছরে আপনারা যে টাকা দিয়েছেন, তার একটা শ্বেতপত্র প্রকাশ করুন ।"
কুণাল ঘোষ এ দিন আরও বলেন, "আপনারা কোনও টাকা দেননি, উলটে কথার জাগলারি করছেন । বিজেপি জনসভায় দাবি করছে 42 হাজার কোটি টাকা নাকি তারা দিয়েছে । আমরা মনে করিয়ে দিচ্ছি 14 ডিসেম্বর 2022 । রাজ্য সরকার আপনাকে লিখেছে টাকা দিন । কিন্তু তিনটি আর্থিক বছরে একটি টাকাও দেওয়া হয়নি ।" তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ দিন দাবি জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মিথ্যাচার না করে এই নিয়ে প্রেস বিবৃতি দিন । টাকা লেনদেনের ব্যাংক ডিটেইলস প্রকাশ করুন ।