পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গার্ডেনরিচ বিপর্যয়ের রেশ! নজিরবিহীন রদবদল কলকাতা কর্পোরেশনে - Kolkata Municipal Corporation - KOLKATA MUNICIPAL CORPORATION

Kolkata Municipal Corporation Engineers: কলকাতায় লোকসভা নির্বাচনের আগে বড় বদল পৌরনিগমের বিল্ডিং বিভাগে ৷ এক ধাক্কায় বদলি করা হল 31 জন ইঞ্জিনিয়ারকে ৷

Kolkata Municipal Corporation Engineers
নজিরবিহীন রদবদল কলকাতা কর্পোরেশনে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 9:34 PM IST

কলকাতা, 4 মে: গার্ডেনরিচ বিপর্যয়ের রেশ? এক ধাক্কায় 31 জন ইঞ্জিনিয়ারের বদলি করল কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ। সাম্প্রতিক সময় একসঙ্গে এতজনের বদলি হয়নি কর্পোরেশনের কোনও বিভাগেই। যদিও কর্তৃপক্ষের দাবি, বিভাগীয় বদলি হয়েছে যা আসলে রুটিন বদলি ছাড়া আর কিছু নয়। সম্প্রতি এক নির্দেশিকায়, 31 জন বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারকে বিভাগীয় বদলি করা হয়েছে।

অন্য একটি নির্দেশিকায় বিল্ডিং বিভাগেরই দুই এক্সিকিউটিভ পদের আধিকারিককেও বদলি করা হয়েছে। বদলির তালিকায় আছেন 6 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও 25 জন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানান, ভোটের সঙ্গে এই বদলির কোনও সম্পর্ক নেই। এটা বিভাগীয় বদলি। কাজে স্বচ্ছতা ও স্বাভাবিক ছন্দ বজায় রাখতে এই বদলি করা হয়ে থাকে।

মূলত, গার্ডেনরিচ ও তার পরবর্তী সময় বেশি তৎপরতা নজরে এসেছে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগে। কলকাতায় বেআইনি নির্মাণ আটকাতে প্রায় দিনই একের পর এক নয়া নির্দেশিকা জারি হয়েছে। শুধু নির্দেশিকা নয়, শুরু হয়েছে অ্যাপ মারফত নজরদারি ও ইঞ্জিনিয়ারদের ফিল্ড ভিজিট। বহু ক্ষেত্রেই ইঞ্জিনিয়ার, আধিকারিকদের দিকে বেআইনি কাজে মদত দেওয়ার অভিযোগ উঠেছে । আর্থিক লেনদেনের বিনিময় সেই মদত দেওয়া হয়েছে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভোটের সময় নিজেদের হারানো ইমেজ ফিরে পেতে মরিয়া কলকাতা তৃণমূল পরিচালিত পৌরনিগম।

ফলে দীর্ঘ সময় একই পদে কর্মরত থাকার দরুণ যাতে আর্থিক দুর্নীতি না হয় বা ভোট ব্যাঙ্কে যাতে কোনও প্রভাব না পড়ে সেই দিক থেকে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ পৌর বোর্ড ৷ মেয়র ফিরহাদ হাকিমের হাতে থাকা কর্পোরেশনের বিল্ডিং বিভাগে কলকাতার ভোটের ঠিক এক মাসও বাকি নেই এই সময় নজিরবিহীনভাবে রদবদল করা হল কর্মীদের।

ABOUT THE AUTHOR

...view details